সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ মঙ্গলবার। গতকাল সোমবার জামিনে মুক্তি পান ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান। এ নিয়ে প্রকাশিত একাধিক খবর আলোচনার কেন্দ্রে ছিল। আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে ব্যালটে ভোট গ্রহণের সিদ্ধান্তের সংবাদটিও পাঠকপ্রিয়তা পেয়েছে। এ ছাড়া ছিল বিশ্ব, অপরাধ, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর। এসব সংবাদের বেশ কটিই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ।

আমার ছেলে সাহসী, ওকে তুলে নিতে হয় না, ডাকলেই হাজির হতো: শামসুজ্জামানের মা

মা করিমন নেসার সঙ্গে শামসুজ্জামান। গতকাল সোমবার রাত ১০টায় ঢাকার ধামরাইয়ে মামার বাসায়
ছবি: প্রথম আলো

সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান কারামুক্তি পেয়ে সোমবার রাত ১০টার দিকে ঢাকার ধামরাইয়ে তাঁর মামার বাসায় যান। এ সময় তাঁর মা করিমন নেসা উপস্থিত সবার সামনে বলেন,  ‘আমার ছেলে শামসুজ্জামান সাহসী। রাতের আঁধারে ওকে তুলে নিতে হয় না।’

আগামী নির্বাচনে ৩০০ আসনে ব্যালটে ভোট হবে: ইসি

আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই ব্যালটে ভোট হবে
ফাইল ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন। ৩০০ আসনেই ভোট হবে কাগজের ব্যালটে। সোমবার নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিদেশি ট্রাভেল ভ্লগারের ‘আনাগোনা’ ও একজন কালুর হাতে হাতকড়া

কালু কী এমন অপরাধ করেছেন যে, তাঁর হাতে হাতকড়া পরাতে হবে?
ছবি: সংগৃহীত

একটি বিষয় হয়তো অনেকেই খেয়াল করেছেন, বাংলাদেশ এখন বিদেশি ট্রাভেল ভ্লগারদের জন্য প্রিয় জায়গা হয়ে উঠেছে। এটি অবশ্যই দারুণ ব্যাপার। তাঁরা ঢাকা, চট্টগ্রাম শহরসহ দেশের নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। ঘুরে ঘুরে ভিডিও বানাচ্ছেন। সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে তাঁদের পেজ বা চ্যানেলে পোস্ট করছেন।

হিন্দু সন্তানদের মুসলিম মাকে নিয়ে যে আলোড়ন চলছে

সিনেমার পরিচালক সিদ্দিক পারাভুর
ছবি: টুইটার

জাফর খান প্রথম ‘ইনু সোয়ানথাম শ্রীধারণ’ সিনেমাটি দেখে অনেক কষ্টে অশ্রু সংবরণ করেছিলেন। তবে সিনেমার পর্দার সামনে তাঁর পাশে বসা ভাই শ্রীধারণ অঝোরে কাঁদছিলেন। দুজনের বয়সই এখন ৪৯। তাঁরা রক্তের ভাই নন। তাঁদের একজন মুসলিম, আরেকজন হিন্দু।

এবারের আইপিএলেই খেলবেন না সাকিব

সাকিব আল হাসান
ফাইল ছবি: প্রথম আলো

আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টটি না খেলে সাকিব আল হাসান ও লিটন দাস আইপিএলে খেলতে চলে যান কি না, এই জল্পনা-কল্পনায় ভাসতে ভাসতেই শেষ হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ। সাকিব শেষ পর্যন্ত মঙ্গলবার থেকে শুরু টেস্টটা খেলছেন। তবে তার আগের দিন, মানে সোমবার জানা গেল উল্টো খবর—সাকিব এবার আইপিএলেই খেলছেন না।