নারীদের ফুটবলে বাধাদানকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি প্রীতিলতা ব্রিগেডের

মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বিভিন্ন দাবিতে সমাবেশ করে প্রীতিলতা ব্রিগেডছবি: সংগৃহীত

সাতক্ষীরায় ছয় বছরের শিশুকে ধর্ষণের বিচার, দিনাজপুরের হিলিতে নারীদের ফুটবল টুর্নামেন্ট পণ্ডকারীদের বিরুদ্ধে সুস্পষ্ট পদক্ষেপ নেওয়া এবং অনলাইন-অফলাইনে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী, খেলোয়াড়সহ সব স্তরের নারীদের উৎপীড়নের বিরুদ্ধে কার্যকর নীতিমালা প্রণয়ণের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে প্রীতিলতা ব্রিগেড।

আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই সমাবেশ হয়। ছাত্র ইউনিয়নের নারী নিপীড়নবিরোধী সেল ‘প্রীতিলতা ব্রিগেড’। সমাবেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, নারী অধিকার কর্মী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা–কর্মী এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

প্রীতিলতা ব্রিগেডের সংগঠক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নাজিফা জান্নাত বলেন, ভবিষ্যতে নারী অধিকারকেন্দ্রিক আন্দোলন চলমান রাখবে প্রীতিলতা ব্রিগেড। বর্তমান অন্তর্বর্তী সরকারের নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং ক্রীড়া উপদেষ্টার কাছে জবাব চেয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনা মোকাবিলায় সুস্পষ্ট পদক্ষেপ দেখতে চায় প্রীতিলতা ব্রিগেড।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অর্থী আনজুম ও অর্ণি আনজুম, ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী তিলোত্তমা ইতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী প্রজ্ঞা চৌধুরী এবং বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজিফা জান্নাত বক্তব্য দেন।

সংহতি জানিয়ে সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেঘমল্লার বসু ও শিক্ষার্থী মুসাব্বির আহমেদ হিমেল।

বক্তারা বলেন,  জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের উল্লেখযোগ্য অংশীদারত্ব থাকার পরও এখনো সমাজে নারীর অবস্থানের ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি। এখনো নারীর প্রতি সহিংসতা হলে নারীর আচরণ নিয়েই প্রশ্ন তোলার চেষ্টা হচ্ছে। খেলোয়াড় থেকে শিক্ষার্থী—সব শ্রেণি–পেশার নারীরাই অনলাইনে নীতি পুলিশিংয়ের নামে হয়রানির শিকার হচ্ছে। সরকার এসব ক্ষেত্রে নিশ্চুপ থাকছে, অথবা প্রতিক্রিয়াশীল শক্তিরই পক্ষ নিচ্ছে। এই অবস্থায় প্রতিরোধ গড়ে তোলাই একমাত্র উপায়।

আরও পড়ুন