বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়ানো হচ্ছে: প্রতিমন্ত্রী

পবিত্র রমজান মাস, চলমান গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে বিদ্যুৎ ও শিল্প শ্রেণিতে গ্যাস বরাদ্দ সংক্রান্ত সভায় বক্তব্য দেন নসরুল হামিদ (বায়ে)ছবি: পিআইডি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ বাড়ানো হচ্ছে। পর্যায়ক্রমে পরিস্থিতির আরও উন্নতি হবে।

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রূপান্তরের একটি ভাসমান টার্মিনাল বন্ধ থাকায় এলএনজি আমদানি কমেছে। এতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হতে পারে। শিল্পকারখানাও গ্যাস–সংকট আছে। এমন প্রেক্ষাপটে এক সভায় তিনি এসব কথা বলেন। আজ বুধবার বিকেলে বিদ্যুৎ ভবনে পবিত্র রমজান মাস, চলমান গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে বিদ্যুৎ ও শিল্প শ্রেণিতে গ্যাস বরাদ্দ নিয়ে সভাটি হয়।

সভায় প্রতিমন্ত্রী বলেন, পবিত্র রমজান মাস, চলমান গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে সাশ্রয়ী ব্যবহার সবাইকে স্বস্তি দেবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-গ্যাস সরবরাহ নিশ্চিত করাই মূল লক্ষ্য।

সেচকাজের জন্য রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত বিদ্যুৎ–চালিত পাম্প চালু রাখার সিদ্ধান্ত হয়েছে সভায়। আর আগামী ৬ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশন বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত ছয় ঘণ্টা বন্ধ রাখতে হবে। তবে এর আগে গতকাল মঙ্গলবার বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখার কথা প্রজ্ঞাপন দিয়ে জানিয়েছিল জ্বালানি বিভাগ।

সভায় উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. নূরুল আলম, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান প্রমুখ।