দুদক চেয়ারম্যানের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নামে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ভুয়া অ্যাকাউন্ট খুলে রেজোয়ানুল হক নামের এক ব্যক্তি মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন। তাঁর সন্ধান পেলে দুদক কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করেছে সংস্থাটি।
আজ বুধবার দুদকের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দুদক সূত্র জানায়, রেজোয়ানুল হকের বাড়ি রংপুরের পীরগঞ্জে। তাঁর নেতৃত্বে একটি প্রতারক চক্র গড়ে উঠেছে। চক্রটি দুদক চেয়ারম্যান ও কমিশনারসহ বিভিন্ন কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলে প্রতারণা করছে।
চক্রের সদস্যরা সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষকে মামলার ভয় দেখিয়ে টাকা দাবি করছে বলে জানিয়েছে দুদক। সংস্থাটি জানায়, প্রতারণার মামলায় তাঁকে এর আগেও গ্রেপ্তার করা হয়েছিল; কিন্তু জামিনে বের হয়ে আবারও প্রতারণা করছেন রেজোয়ানুল।