ইসির মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য মহিউদ্দিনের বিরুদ্ধে পরোয়ানা

মো. মহিউদ্দিন

আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনের করা মামলায় আদালতে হাজির না হওয়ায় চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী-খুলশী) আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিনের আদালত গ্রেপ্তারি পরোয়ানার এ আদেশ দেন।

গত ১৬ জানুয়ারি কমিশনের করা মামলার আজ ছিল ধার্য দিন। আদালত মো. মহিউদ্দিনকে ধার্য দিনে হাজির হতে সমন জারি করেছিলেন। কিন্তু তিনি আদালতে অনুপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘সংসদ সদস্য ( মো. মহিউদ্দিন) অনুপস্থিত ছিলেন। বাদীপক্ষও আজ হাজির হয়নি। আমরা সময়ের আবেদন করেছিলাম। যেহেতু সমন ফেরত এসেছে, তাই আইন অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।’

আদালত এ মামলায় পরবর্তী শুনানির জন্য ১২ মে সময় নির্ধারণ করেছেন।

মো. মহিউদ্দিনের আইনজীবী আবু সাঈদ বলেন, সংসদ অধিবেশন চলছে। তাই তিনি (মহিউদ্দিন) ঢাকায় আছেন। তাঁর সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।

এর আগে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় ২২ ডিসেম্বর এলাকার মসজিদে অনুদানের চেক বিতরণ করেন বলে অভিযোগ ওঠে আওয়ামী লীগে প্রার্থী মো. মহিউদ্দিনের বিরুদ্ধে। এ নিয়ে অভিযোগ দেন চট্টগ্রাম-১০ আসনের স্বতন্ত্র প্রার্থী মনজুর আলম। অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে নির্বাচনী অনুসন্ধান কমিটি তদন্ত করে। এরপর আচরণবিধি ভঙ্গের অভিযোগে মো. মহিউদ্দিনের বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশন। ডবলমুরিং থানা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোস্তফা কামাল বাদী হয়ে মামলাটি করেন।