কক্সবাজার ও নোয়াখালীতে শীতকালীন প্রশিক্ষণ এলাকা পরিদর্শন সেনাপ্রধানের

নোয়াখালীর স্বর্ণদ্বীপে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ
ছবি: আইএসপিআর

সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের কক্সবাজারের শামলাপুর ও ৩৩ পদাতিক ডিভিশনের নোয়াখালীর স্বর্ণদ্বীপে শীতকালীন প্রশিক্ষণ এলাকা এবং কক্সবাজার সমুদ্রতীরের প্রতিরক্ষাব্যবস্থা পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার এই পরিদর্শনের সময় সেনাপ্রধান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি দক্ষ, সুশৃঙ্খল ও সুসংগঠিত বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার পাশাপাশি দেশগঠনমূলক বিভিন্ন কর্মকাণ্ড, জাতীয় দুর্যোগ মোকাবিলা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তিরক্ষার দায়িত্ব পালন করে সুখ্যাতি ও সুনাম অর্জন করেছে সেনাবাহিনী।

পরে ১০ পদাতিক ডিভিশন ও ৩৩ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় শামলাপুর ও স্বর্ণদ্বীপে ১ হাজার ১০০টি অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন সেনাপ্রধান। এ সময় তিনি বলেন, প্রশিক্ষণের সময় সেনাবাহিনী জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ায়। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী শামলাপুর ও স্বর্ণদ্বীপ অঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

শীতবস্ত্র বিতরণের পাশাপাশি সেনাবাহিনী শীতকালীন প্রশিক্ষণ এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইন কর্মসূচি পরিচালনা করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন রোগের চিকিৎসা, প্রসূতিদের চিকিৎসা ও বিশেষ পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে চোখের বিভিন্ন রোগের চিকিৎসা ও বিনা মূল্যে ওষুধ বিতরণ করা হয়।