ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে ১ হাজার ১৫৮ জনের মৃত্যু হলো।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল আটটা থেকে শনিবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে ঢাকায় ৫ জন ও ঢাকার বাইরে ৫ জন মারা গেছেন। এ সময় ডেঙ্গু নিয়ে ২ হাজার ৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩৭ হাজার ২৫১ জন। তাঁদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৯১ হাজার ৪৬৮ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৪৫ হাজার ৭৬৩ জন।
দেশে বড় আকারে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় ২০০০ সালে। তখন ডেঙ্গু চিকিৎসা ও ব্যবস্থাপনা অনেকের কাছে নতুন ছিল। ওই বছর ডেঙ্গুতে ৯৩ জনের মৃত্যু হয়। এরপর প্রতিবছর মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কোনো কোনো বছর মৃত্যু হয়েছে। তবে ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হলেও মৃত্যুর কোনো তথ্য নেই।
বর্তমানে বাংলাদেশে ডেঙ্গু সংক্রমণ ও ডেঙ্গুতে মৃত্যু অতীতের সব রেকর্ড ভেঙেছে। ডেঙ্গুর মৌসুম এখনো শেষ হয়নি। গত বুধবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিশ্বব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে, ডেঙ্গুর প্রকোপ আরও দুই থেকে তিন মাস থাকবে। অর্থাৎ ডিসেম্বরে শীতের মধ্যেও ডেঙ্গুর প্রকোপ থাকবে বলে বিশ্বব্যাংকের কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন। তবে জনস্বাস্থ্যবিদদের একটি অংশ আশা করছেন, নভেম্বর মাসের মাঝামাঝি ডেঙ্গু সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। সংক্রমণ কমে আসার পাশাপাশি মৃত্যুও কমে আসবে।