হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি ও ক্ষতিপূরণ নিশ্চিতে নির্দেশনা চেয়ে রিট

হাইকোর্ট ভবনফাইল ছবি

ছাত্র-জনতার আন্দোলনে আহত ও নিহত ব্যক্তিদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি, দীর্ঘ মেয়াদে সেবার প্রয়োজন—এমন আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা এবং ক্ষতিপূরণ প্রদানে নীতি প্রণয়নে বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে রিট হয়েছে। আন্দোলনের সময় আহত উত্তরার বাসিন্দা মনির মুন্না আজ বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।

‘দফায় দফায় হামলা, সংঘর্ষ, গুলি’, ‘সারা দেশের বিক্ষোভ–সংঘাত, নিহত ৬’ ও ‘সংঘর্ষে এ তিন দিনে নিহত ১০৩’ শিরোনামে প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন রিট আবেদনে যুক্ত করা হয়েছে। উত্তরা পুলিশ স্টেশনের কাছে গত ১৮ জুলাই রিট আবেদনকারী গুলিতে আহত হন বলে রিটে উল্লেখ করা হয়েছে।

রিট আবেদনকারীর আইনজীবী রওশন আলী প্রথম আলোকে বলেন, ছাত্র–জনতার আন্দোলনে নিহত ব্যক্তিদের ‘শহীদ’ হিসেবে মনোনীত করে একটি সম্পূর্ণ তালিকা তৈরির নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। আহত ব্যক্তিদের মধ্যে যাঁদের দীর্ঘমেয়াদে সেবা প্রয়োজন, তাঁদের জন্য উন্নত চিকিৎসার নির্দেশনাও চাওয়া হয়েছে। আন্দোলনের সময় আহত ব্যক্তি ও নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ নিশ্চিতে নীতি প্রণয়নের জন্য সরকারি কর্মকর্তা, স্বাধীন বিশেষজ্ঞ ও অংশীজনদের সমন্বয়ে একটি কমিটি গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে। চলতি মাসের শেষ সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে।