চট্টগ্রামে বিল থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার, চোখে পোকার ‘কামড়ের’ মতো চিহ্ন
চট্টগ্রাম নগরে বিল থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর চোখে পোকার কামড়ের মতো চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নগরের চান্দগাঁও থানার পাঠানপাড়া এলাকার একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত ওই ছাত্রের নাম মো. শাকিল (২৩)। তিনি বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি করপোরেশন ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি কক্সবাজারে। তিনি নগরের চকবাজার এলাকায় একটি মেসে থাকতেন।
এ বিষয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম প্রথম আলোকে বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। লাশে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে চোখে পোকার কামড়ের মতো চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, শাকিল কেন পাঠানপাড়ায় গেলেন, তা তদন্ত করে দেখা হচ্ছে। তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।