বিচারপতি এম ইনায়েতুর রহিমের মা নাজমা রহিমের ইন্তেকাল

নাজমা রহিম
ছবি: সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য এম আব্দুর রহিমের সহধর্মিণী নাজমা রহিম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বুধবার বেলা তিনটায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন নাজমা রহিম (৮৪)। তিনি দুই ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিমের মা নাজমা রহিম। তাঁর ছোট ছেলে ইকবালুর রহিম দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ।

নাজমা রহিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি নাজমা রহিমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান জানান, নাজমা রহিমের জানাজা আজ রাত ১০টায় (তারাবিহর নামাজের পর) বেইলি রোডের মিনিস্টার অ্যাপার্টমেন্ট–সংলগ্ন মসজিদে হবে। আগামীকাল বৃহস্পতিবার দিনাজপুরে তাঁকে দাফন করা হবে।