আদালত
প্রতীকী ছবি

চট্টগ্রামের আনোয়ারায় ১০ বছর আগে মাছ ধরা নিয়ে প্রতিবেশী এক যুবককে হত্যার মামলায় তিন ভাইয়ের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁরা হলেন হারুনুর রশিদ, জাহেদ হোসেন ও আনোয়ার হোসেন। আজ রোববার সপ্তম অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ কায়সার এ রায় ঘোষণা করেন।  

বাদীর আইনজীবী আখতার কবির চৌধুরী প্রথম আলোকে বলেন, আদালত তিন ভাইয়ের আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় হারুন ছাড়া বাকি দুই ভাই উপস্থিত ছিলেন। পরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। পলাতক হারুনের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১ জুলাই ভোরে আসামিদের প্রতিবেশী মো. শাহেদ (২৩) বাড়ির পাশের একটি পুকুরে জাল ফেলে মাছ ধরা শুরু করেন। এ সময় আসামি জাহেদ তাঁকে বাধা দিলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাহেদ তাঁর অপর দুই ভাইকে মুঠোফোনে খবর দিয়ে ডেকে আনেন। পরে তিন আসামি দা, কিরিচ নিয়ে এসে শাহেদকে কুপিয়ে গুরুতর আহত করেন। প্রতিবেশীরা শাহেদকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরদিন সেখানে শাহেদের মৃত্যু হয়।

এ ঘটনায় শাহেদের চাচা মো. ইউনুস বাদী হয়ে থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ পরের বছরের ২৩ জুলাই তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। ১০ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় ঘোষণা করেন।