হজযাত্রীদের জন্য সৌদি আরবের দেওয়া শর্ত প্রকাশ করল সরকার

সৌদি আরবে এ বছর পবিত্র হজ পালনের জন্য সারা বিশ্ব থেকে যাবেন হজযাত্রীরা। বাংলাদেশ থেকেও যাবেন হজযাত্রীরা। তবে এ জন্য হজযাত্রীদের কয়েকটি শর্ত পূরণের কথা জানিয়েছে সৌদি আরব। দেশটি শর্তগুলো বাংলাদেশ সরকারকে জানিয়েছে।

গত সোমবার শর্তগুলো প্রকাশ করে বিজ্ঞপ্তিতে দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
সৌদি আরবের দেওয়া শর্তগুলো হলো—

  • হজে গমনে ইচ্ছুকদের করোনাভাইরাস (কোভিড-১৯), মেনিনজাইটিস ও সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা দিতে হবে।

  • যাঁরা হজ করেননি, এবারের হজে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

  • হজ পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স হতে হবে ১২ বছর।

  • হজযাত্রীর কোনো দীর্ঘস্থায়ী রোগ থাকা যাবে না।

আরও পড়ুন

সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করার সুযোগ পাবেন বলে সম্প্রতি জানিয়েছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার। বাকিরা বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে পারবেন। এ বছর বয়সের সর্বোচ্চ সীমার শর্ত তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ ৬৫ ঊর্ধ্বেও হজ পালন করতে পারবেন।

চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ পালিত হবে।

আরও পড়ুন