গ্রামীণফোনের এক দিনের সিইও কিশোরী মালেকা

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে প্রতীকী দায়িত্ব পালন করে মালেকা
ছবি: সংগৃহীত

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে প্রতীকী দায়িত্ব পালন করেছে কিশোরী মালেকা (১৭)। বুধবার এক দিনের জন্য গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমানের পদে দায়িত্ব পালন করে সে।

১১ অক্টোবর আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন উপলক্ষে বিশ্বজুড়ে মেয়েদের সম্ভাবনা ও সক্ষমতা উদ্‌যাপনে প্ল্যান ইন্টারন্যাশনালের সঙ্গে এ নিয়ে কাজ করে গ্রামীণফোন। নেতৃত্ব দান ও বিভিন্ন শিল্প খাত সম্পর্কে গভীরভাবে জানার সুযোগ তৈরির মাধ্যমে মেয়েদের ক্ষমতায়ন এবং তাদের অনুপ্রাণিত করে তোলাই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

এ আয়োজনের অংশ হিসেবে আজ গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজে এক অনুষ্ঠানে প্রতীকী দায়িত্ব পালনের সুযোগ পায় কিশোরী মালেকা। অনুষ্ঠানে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান মালেকাকে স্বাগত জানান এবং গ্রামীণফোনের সিনিয়র লিডারশিপ টিমের অংশ করে নেন। পাশাপাশি টেলিযোগাযোগ খাত সম্পর্কে গভীরভাবে জানা, প্রযুক্তি বিশ্বে শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণফোন কীভাবে কাজ করে তা বোঝা এবং গ্রামীণফোনের প্রধান মানবসম্পদ কর্মকর্তা (সিএইচআরও) সৈয়দা তাহিয়া হোসেনের কাছ থেকে ক্যারিয়ারে সাফল্য অর্জনে পরামর্শ গ্রহণের সুযোগ পায় মালেকা।

অনুষ্ঠানে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, ‘আমাদের অংশীদার প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় গার্লস টেকওভার প্রোগ্রামে অংশগ্রহণের অভিজ্ঞতাটি দারুণ ছিল। আমরা বিশ্বাস করি, লৈঙ্গিক পরিচয় কখন সাফল্যের পথে বাধা হওয়া উচিত নয়। এ ব্যাপারে সচেতনতা তৈরি এবং প্রতিবন্ধকতা দূর করার ক্ষেত্রে আমরা ভূমিকা রাখতে আগ্রহী। যাতে নারীরা এগিয়ে যেতে পারেন।’

গ্রামীণফোনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব গ্রহণের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মালেকা বলে, ‘নতুন এ দায়িত্ব গ্রহণের অভিজ্ঞতা আমার আত্মবিশ্বাস এবং জ্ঞান বাড়িয়ে দিয়েছে। আমি আমার কমিউনিটির অন্য মেয়েদের আমার অভিজ্ঞতা এবং কী শিখলাম তা জানাব, যাতে তারাও সমাজের শীর্ষ পর্যায়ে অবস্থানের  উচ্চাকাঙ্ক্ষা ধরে রাখে। প্ল্যান ইন্টারন্যাশনাল ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে বাস্তবায়িত এই অনন্য অভিজ্ঞতার অংশ হতে পেরে আমি আনন্দিত এবং সম্মানিত।’