শুরু হলো বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৫০ বছর পূর্তি অনুষ্ঠান

দলীয় সংগীত পরিবেশন করেন শিল্পকলা একাডেমির শিশু-কিশোর সংগীত দলছবি: শিল্পকলা একাডেমির সৌজন্যে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে শুরু হলো বছরব্যাপী উদ্‌যাপন কর্মসূচি। বাঙালি সংস্কৃতির প্রচার-প্রসার ও বিশ্বময় সম্প্রসারণের লক্ষ্যে ১৯৭৪ সালের ১৯ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা হয়েছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির। সুবর্ণজয়ন্তী উপলক্ষে সোমবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় কর্মসূচির।

প্রথমে অনুষ্ঠিত হয় আলোচনা অনুষ্ঠান। এ পর্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। তিনি বলেন, সংস্কৃতিমান না হলে অসাম্প্রদায়িক হওয়া যায় না, যাঁরা নিয়মিত সংস্কৃতির চর্চা করেন, অনুশীলনের মধ্যে থাকেন, তাঁরা অন্য সবার থেকে চিন্তা চেতনায় এগিয়ে থাকেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ। ৫০ বছরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নানামুখী কার্যক্রম এবং জাতীয় পর্যায়ে সংস্কৃতি চর্চায় একাডেমির ভূমিকা তুলে ধরেন তিনি। পরে সভাপতির বক্তব্য দেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। তাঁর বক্তব্যে উঠে আসে, পেশাবৃত্তিক শিল্পচর্চায় দেশের সব শিল্পীকে নিযুক্ত করার কথা।

রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে ‘বীরপুরুষ’ পরিবেশন করে বাংলাদেশ শিশু নৃত্য দল
ছবি: শিল্পকলা একাডেমির সৌজন্যে।

আলোচনা পর্বের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘একি অপরূপ রূপে মা তোমায়’ পরিবেশন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু-কিশোর সংগীত দল। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা অবলম্বনে ‘বীরপুরুষ’ পরিবেশন করে বাংলাদেশ শিশু নৃত্য দল। এ ছাড়া পরিবেশিত হয় ধামাইল নৃত্য, বাউল গানসহ নানা দলীয় পরিবেশনা।

এদিকে সুবর্ণজয়ন্তী উপলক্ষে সোমবার থেকে শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে চারুশিল্পের সমকালীন ধারা ও সৃজনশীল নানা পণ্যের পসরা নিয়ে শিল্পবাজার বা আর্ট মার্কেট। ‘শিল্পবাজার-২০২৪’ শিরোনামে শুরু হওয়া এ মেলায় পাওয়া যাবে নানা রকম শিল্পকর্ম। প্রায় ১০০টি শিল্পপণ্যের স্টল নিয়ে আয়োজিত শিল্পবাজার বা আর্ট মার্কেট চলবে ৩ মার্চ পর্যন্ত। প্রতি তিন মাস পরপর এই আর্ট মার্কেট আয়োজন করা হবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়েছে।