‘আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামব না কখনোই শত ষড়যন্ত্রে’ স্লোগানে শুরু হচ্ছে উদীচীর সম্মেলন

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২৩তম জাতীয় সম্মেলন উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ঢাকা, ০৪ ফেব্রুয়ারিছবি: সংগৃহীত

আগামী ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২৩তম জাতীয় সম্মেলন। এবারের জাতীয় সম্মেলনের স্লোগান, ‘আমরা তো লড়ছি সমতার মন্ত্রে, থামব না কখনোই শত ষড়যন্ত্রে।’

২৩তম জাতীয় সম্মেলন উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। রাজধানীর তোপখানা রোডে উদীচীর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

লিখিত বক্তব্যে বলা হয়, ‘যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রাজপথে নেমে এসেছিল, অভ্যুত্থানের ছয় মাস পর সেই আকাঙ্ক্ষা পূরণের স্বপ্ন অনেকটাই ফিকে হতে বসেছে। দেশ থেকে এখনো অন্যায়-অত্যাচার, বৈষম্য, দুর্নীতি, অবিচার দূর হয়নি।’

অমিত রঞ্জন দে আরও বলেন, ‘বর্তমান সরকারের পক্ষ থেকে মানুষের মৌলিক অধিকার রক্ষার কোনো উদ্যোগ চোখে পড়েনি, বাজার সিন্ডিকেট কোনো কোনো ক্ষেত্রে আগের চেয়েও শক্তিশালী হয়েছে, মানুষের নিরাপত্তা নেই, ব্যাংক-বিমাসহ আর্থিক খাতগুলো আরও বেশি দুর্বল, সর্বোপরি গণতন্ত্রের অন্যতম প্রধান শর্ত নির্বাচনের কোনো আলোচনাও এখন পর্যন্ত শুরু হয়নি। অন্যদিকে মহান মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা, জাতীয় সংগীতসহ বিভিন্ন প্রতিষ্ঠিত বিষয় নিয়ে বিতর্ক সৃষ্টির অপচেষ্টা চলছে। সংবিধান সংস্কারের নামে অদ্ভুত ও হাস্যকর কিছু প্রস্তাব উত্থাপন করা হয়েছে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৬ ফেব্রুয়ারি বেলা তিনটায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হবে উদীচীর সম্মেলন। ৭ ও ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হবে সম্মেলনের সাংগঠনিক বা কাউন্সিল অধিবেশন। দুই দিনের কাউন্সিল শেষে পরবর্তী দুই বছরের জন্য নতুন কেন্দ্রীয় সংসদ গঠনের মধ্য দিয়ে শেষ হবে উদীচীর ২৩তম জাতীয় সম্মেলন।

এবারের সম্মেলন উদ্বোধন করবেন উদীচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেনের ঘনিষ্ঠ সহচর ও প্রবীণ কৃষক নেতা লীনা চক্রবর্তী। ওই দিন সন্ধ্যায় থাকবে বিভিন্ন বিভাগ থেকে আসা উদীচীর দলগুলোর সাংস্কৃতিক পরিবেশনা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান, সহসভাপতি মাহমুদ সেলিম, হাবিবুল আলম, শিবানী ভট্টাচার্য, জামসেদ আনোয়ার, রেজাউর রহমান, উদীচীর সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমামসহ কেন্দ্রীয় নেতারা।

প্রসঙ্গত, ১৯৬৮ সালের ২৯ অক্টোবর প্রতিষ্ঠার পর থেকেই গান-নাচ-কবিতা-নাটক-চলচ্চিত্রের মতো সৃজনশীল মাধ্যমকে হাতিয়ার করে সমাজের নানা অসংগতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে শিল্পীগোষ্ঠী উদীচী। সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা ও নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে দুই বছর পরপর জাতীয় সম্মেলনের আয়োজন করে উদীচী।