২০১৬ সালে অপহরণের পর নির্যাতন করে দুটি চোখ উপড়ে ফেলার অভিযোগ করেছেন ছাত্রদলের এক নেতা। সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে তিনি এ অভিযোগ করেন।
অভিযোগকারী ছাত্রদল নেতার নাম মো. গোলাম কিবরিয়া। তিনি কুমিল্লা মহানগর ৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি। বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতি করছেন।
গোলাম কিবরিয়ার অভিযোগের আবেদনে বিএনপির মামলা, গুম, খুন ও তথ্য সংরক্ষণ কমিটির সমন্বয়ক মো. সালাহ উদ্দিন খানের সই রয়েছে। কুমিল্লা–৫ আসনের সাবেক সংসদ সদস্য এম এ জাহের ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তৈয়বসহ ১৫ জনের বিরুদ্ধে গুম ও নির্যাতনের এই অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় ২০–২৫ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেওয়া গোলাম কিবরিয়ার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০১৬ সালের ২০ জুলাই ট্রেনে করে ঢাকা থেকে কুমিল্লা রেলওয়ে স্টেশনে পৌঁছান তিনি। সেখান থেকে তাঁকে প্রথমে অপহরণ করে গুম করা হয়। এ সময় নির্যাতন করে তাঁর দুটি চোখ উপড়ে ফেলা হয়।
এম এ জাহের, আবু তৈয়ব ছাড়াও অভিযোগে ব্রাহ্মণপাড়া উপজেলা যুবলীগ নেতা আবু সাঈদ, আওয়ামী লীগ নেতা মো. এমরান হোসেন, মো. পাবেল, মো. মোখলেছ, মো. রুবেল, আবদুল জব্বার, মিরাজুল হক, অপহরণ ও গুমে ব্যবহার করা গাড়িচালক মো. শওকত, এস এম বদিউজ্জামান, সুমন কুমার আদিত্য, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, মেহেদী হাসান খান ও মঞ্জুরুল বারির নাম উল্লেখ করা হয়েছে।