সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে স্প্রিং সেমিস্টার ২০২৩-এ ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এই অনুষ্ঠান হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এফ এম মফিজুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম। স্বাগত বক্তব্য দেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফকরুদ্দীন আহমেদ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক এ এন এম মেশকাত উদদীন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন মো. সিরাজুল ইসলাম এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন সাঈদ সালাম। এ সময় অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।