কথা, সুর আর জাদুতে অনুষ্ঠিত হলো আনন্দঘণ্টার তৃতীয় পর্ব  

রাজধানীর ডেমরায় সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে আনন্দঘণ্টা অনুষ্ঠানের আয়োজন করে কিশোর আলো। ঢাকা, ০৪ অক্টোবর
ছবি: সংগৃহীত

স্কুলশিক্ষার্থীদের সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করতে গুণীজন আর তারকাদের নিয়ে ঢাকার বিভিন্ন স্কুলে যাচ্ছে জনপ্রিয় মাসিক ম্যাগাজিন কিশোর আলো। সেই ধারাবাহিকতায় ড্যান কেকের সহযোগিতায় ‘আনন্দঘণ্টা’ নামের এই অনুষ্ঠান হলো রাজধানীর ডেমরার সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে। এই আয়োজনে ছিল অনুপ্রেরণাদায়ী বক্তব্য, জাদু আর গান।

আজ বুধবার দুপুর ১২টায় শুরু হয় আনন্দঘণ্টার আয়োজন। কিশোর আলোর সহকারী সম্পাদক পাভেল মহিতুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা।

উদ্বোধনী বক্তব্যের পর কিশোর আলো সম্পাদক আনিসুল হক আড্ডা, গল্প আর কুইজের মাধ্যমে অনুষ্ঠান জমিয়ে তোলেন। তিনি বলেন, ‘যোগ্য মানুষ হওয়ার জন্য আমাদের সকালবেলার পাখি হতে হবে, হতে হবে যোগ্য নেতা।’

এরপর জাদু নিয়ে মঞ্চে আসেন স্বপন দিনার। তাঁর জাদুর রেশ কাটতে না কাটতেই শিক্ষার্থীরা হারিয়ে যায় সুরের মূর্ছনায়। কিশোর আলোর স্বেচ্ছাসেবক আরেফিন ফয়সালের সঙ্গে মিলনায়তনে থাকা প্রায় পাঁচ শ শিক্ষার্থী গলা মেলায়। অড সিগনেচারের ‘ঘুম’ আর দেশাত্মবোধক গান ‘ধনধান্য পুষ্পভরা’ গেয়ে শোনায় ফয়সাল।

শিক্ষার্থীদের উচ্ছ্বাসটা আরও বাড়িয়ে দেন ক্লোজআপ ওয়ান তারকা মেহরাব। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে তিনি পরিবেশন করেন ‘সাদা সাদা কালা কালা, ‘আলাল ও দুলাল’ এবং ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে গান’।

মেহরাবের সঙ্গে শিক্ষার্থীদের সেলফি তোলার পর বেজে ওঠে আনন্দঘণ্টার বিদায় সুর। উপহার হিসেবে পাওয়া হাতে হাতে ড্যান কেক আর একরাশ আনন্দ নিয়ে বাড়ির পথ ধরে শিক্ষার্থীরা।