‘গণতান্ত্রিক ব্যবস্থা সংহত না হলে বিচার বিভাগও স্বাধীন হবে না’

দ্য ডেইলি স্টারের আয়োজনে ‘অভ্যুত্থান ও আইনি সংস্কার: বিচার বিভাগের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে বক্তারা। ঢাকা, ৫ অক্টোবরছবি: ডেইলি স্টারের সৌজন্যে

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে উচ্চ আদালতে বিচারক নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার পাশপাশি বিচারকদের বিচারিক পদে মুক্তভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তার জন্য যথাযথ উদ্যোগ নিতে হবে। রাজনৈতিক দলগুলোকেও সংস্কারের ভেতর দিয়ে যেতে হবে। আর নিয়মিত সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাকে সংহত করতে হবে। না হলে বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা করা যাবে না।

‘অভ্যুত্থান ও আইনি সংস্কার: বিচার বিভাগের স্বাধীনতা’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে বক্তারা এ কথাগুলো বলেন। শনিবার রাজধানীর ফার্মগেটে দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত ওই আলোচনা অনুষ্ঠানে আইনজীবী, সংবিধানবিশেষজ্ঞ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা অংশ নেন। এটি ছিল দ্য ডেইলি স্টারের আয়োজনে সংবিধানবিষয়ক সিরিজ আলোচনার দ্বিতীয় পর্ব।

অনুষ্ঠানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক বলেন, বিচারকদের বুঝতে হবে যে ঘৃণা ছড়ানো বক্তব্য কী আর গঠনমূলক সমালোচনা কোনটি। এ দুটি বিষয় পুরোপুরি বিপরীত। এখানে বিচারকদের প্রশিক্ষণের ব্যাপার আছে, তাদের দৃষ্টিভঙ্গির বিষয় আছে।

অনিক আর হক মনে করেন, বিদ্যমান ব্যবস্থাপনায় মামলা জট ও বিচারিক প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার জন্য সংশ্লিষ্ট অন্যদের পাশাপাশি আইনজীবীদেরও দায় আছে।

এখনকার অন্তর্বর্তী সরকার গৃহীত বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তানিম হোসেন বলেন, ‘আমাদের গত ১৫ বছরের যে গণতন্ত্রহীনতা, সেখানে বিচার বিভাগের খুব বড় ভূমিকা ছিল। এটা মূলত উচ্চ আদালতের ক্ষেত্রে। উচ্চ আদালত যদি পুরোপুরি রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত হয়, তাহলে আমরা কীভাবে প্রত্যাশা করি যে নিম্ন আদালতের মেরুদণ্ড দেখাবে?’ তিনি আরও বলেন, ‘আমরা যদি নিয়ন্ত্রণটা সুপ্রিম কোর্টের কাছে দিয়ে দিই, তাহলে বিচার বিভাগ মোটামুটি স্বাধীন হিসেবে কাজ করতে পারবে।’

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা বলেন, ‘অসুস্থ রাজনীতি ও অসুস্থ রাজনীতিবিদ দিয়ে যখন দেশ পরিচালিত হয়, তখন বিচার বিভাগ একটি আলাদা প্রতিষ্ঠান হিসেবে শক্তিশালীভাবে দাঁড়াবে, এ চিন্তা করাটাই ভুল।’ তিনি মনে করেন, বিচার বিভাগ পচে দুইভাবে। একটি হচ্ছে পুরোপুরি রাজনৈতিক নিয়োগ ও রাজনৈতিক নিয়ন্ত্রণ। আরেকটি হলো অর্থ, অন্যায্য সুবিধা। এ ক্ষেত্রে বিচারকদের পাশাপাশি আইনজীবীদের দায়ও দেখেন তিনি।

তাই রুমিন ফারহানার ভাষ্য, বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করতে হবে, যেটা সুপ্রিম কোর্টের অধীন থাকবে। বিচারক পদায়নের জন্য পৃথক নীতিমালা করতে হবে।

আলোচনায় অংশ নিয়ে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য ও প্রাবন্ধিক ফিরোজ আহমেদ বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতে পুলিশ, জনপ্রশাসন ও চলতি ধারার রাজনীতিতে সংস্কারের ওপর জোর দেন।

ফিরোজ আহমেদ বলেন, ‘আদালত অবমাননার একটি প্রশ্ন আমাদের দেশে আছে যে আদালতের রায়ের সমালোচনা করা যাবে না, পর্যালোচনা করা যাবে না; বরং আমরা দাবি করব যে আদালতের রায়, এর শুনানি এবং বিচারকদের মন্তব্য আরও বেশি গণমাধ্যমে আসতে দেওয়া উচিত।’

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক নাফিজ আহমেদ বিচারকদের নিয়োগ ও অপসারণ—দুই প্রক্রিয়াতেই জনসম্পৃক্ততা বাড়ানোর সুপারিশ করেন। জোর দেন তাদের যথাযথ প্রশিক্ষণের ওপর।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিইউপি) আইনের শিক্ষক ইমরান আজাদ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আইন শিক্ষার অবস্থা ও এর গুরুত্ব নিয়ে কথা বলেন।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর আইনের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ মনে করেন, বিচার বিভাগের স্বাধীনতা নির্ভর করে সার্বিক গণতান্ত্রিক ব্যবস্থার ওপর।

আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবরণকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজাতুল কুবরা, কবি-লেখক কাজল রশীদ শাহীন, সুপ্রিম কোর্টের আইনজীবী এস এম খালেকুজ্জামান, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ফ্রিল্যান্স সাংবাদিক সাঈদ আব্দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক সাইমি ওয়াদুদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিলমা সাদিয়া, সংবিধান–গবেষক স্নেহাদ্রি চক্রবর্তী ও ডেইলি স্টারের সাংবাদিক ইমরান মাহফুজ।

বক্তারা বিচার বিভাগের সংস্কারের অংশ হিসেবে জেলা আদালতগুলোকে সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুসারে আইন মন্ত্রণালয় থেকে সুপ্রিম কোর্টের অধীন নিয়ে আসা এবং পুলিশ ও কারা সংস্কারের তাগিদ দেন। এ ছাড়া বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় ও বিচারক পদায়নের জন্য পৃথক নীতিমালার কথাও বলেন তাঁরা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহ্‌ফুজ আনাম বলেন, ‘বিচার বিভাগ স্বাধীন হলে তা রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত থাকবে, দলীয় প্রভাব থেকে মুক্ত থাকবে। স্বাধীনভাবে বিচারকাজ পরিচালনার একটি পরিবেশ তৈরি হবে। এতে মানুষ সুশাসন পাবে।’

মাহফুজ আনাম আরও বলেন, ‘আমাদের পুরো উদ্যোগের মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ জনগণ যেন ন্যায়বিচার পায়, যেটা না পেতে পেতে সত্যিকার অর্থে বিচার বিভাগের ওপর আমাদের আস্থা একেবারে চলে গেছে।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংবিধানবিশেষজ্ঞ আরিফ খান।