সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৩ ডিসেম্বর, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও সাক্ষাৎকার।

বিদেশি শক্তির ওপর নির্ভরতা সার্বভৌমত্বকে ঝুঁকিতে ফেলে: সম্মিলিত নাগরিক সমাজ

সম্মিলিত নাগরিক সমাজ আয়োজিত গোলটেবিল অনুষ্ঠানে অতিথিরা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, কাকরাইল, ঢাকা। ২ ডিসেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ

দেশের আর্থসামাজিক স্থিতিশীলতার জন্য রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। কোনো রাজনৈতিক পক্ষ যদি বিদেশি শক্তির ওপর নির্ভর করে, তখন সার্বভৌমত্ব ঝুঁকিতে পড়ে।অন্যের সিদ্ধান্তের মুখাপেক্ষী হয়ে থাকলে তখন তারা প্রশ্নের মুখে পড়ে যায়।

গতকাল সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত ‘স্বাধীনতা সার্বভৌমত্ব ও রাজনৈতিক দায়িত্বশীলতা’ শীর্ষক গোলটেবিলে এসব কথা উঠে আসে। বিস্তারিত পড়ুন...

দলের নেতাদের স্বতন্ত্র হওয়াকে গণতন্ত্রের সৌন্দর্য বললেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
ফাইল ছবি

দলের প্রার্থীর বিরুদ্ধে দলীয় নেতাদের গণহারে স্বতন্ত্র প্রার্থী হওয়াকে গণতন্ত্রের সৌন্দর্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। বিস্তারিত পড়ুন...

দলের প্রার্থী কতজন জানেন না বিএনএম মহাসচিব শাহ্‌জাহান

গুলশানে দলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন বিএনএমের মহাসচিব মো. শাহ্‌জাহান। ঢাকা, ২ ডিসেম্বর
ছবি: প্রথম আলো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী কতজন, তা নিশ্চিত নন বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মহাসচিব মো. শাহ্‌জাহান। ‘কিংস পার্টি’ হিসেবে পরিচিতি পাওয়া এ দলের কতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন, তা-ও নিশ্চিত করতে পারেনি দলটি। বিস্তারিত পড়ুন...

‘এসব বড় ভূমিকম্পের পূর্বলক্ষণ’

ভূমিকম্পবিশেষজ্ঞ ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ হুমায়ুন আখতার
ফাইল ছবি প্রথম আলো

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গা গতকাল সকাল ৯টা ৩৫ মিনিটে ভূমিকম্পে কেঁপে ওঠে। গত কয়েকটি ভূমিকম্পের মতো এবারের ভূমিকম্পেরও উৎপত্তিস্থল ছিল দেশের ভেতরেই। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুসারে, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় উৎপত্তিস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬। ভূমিকম্পের এই উৎপত্তিস্থলকে সাবডাকশন জোন (সিলেট থেকে কক্সবাজার অঞ্চল) হিসেবে চিহ্নিত করেছেন ভূমিকম্প বিশেষজ্ঞ ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ হুমায়ুন আখতার। বিস্তারিত পড়ুন...

ভূমিকম্পের সকালে ভূমিকম্পের দেশ নিউজিল্যান্ডকেই কাঁপিয়ে দিল বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দারুণ জয়
শামসুল হক

ভূমিকম্পের দেশ থেকে এত দূর এসেও নিউজিল্যান্ডের রেহাই নেই। গতকাল সকাল সকাল সিলেটের মাঠে দাঁড়িয়েই তাঁরা হয়তো টের পেলেন পায়ের নিচে মাটি মৃদু কেঁপে উঠছে। ‘মৃদু’ বলার কারণ, গতকাল সকাল ৯টা ৩৫ মিনিটে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, নোয়াখালী ও কুমিল্লার দিকে যে রকম প্রবল দুলুনি দিয়ে গেছে, সিলেটে সে তুলনায় এর ধাক্কা ছিল না বললেই চলে। তবে সিলেট টেস্ট নিউজিল্যান্ডকে অন্য এক ভূমিকম্পের ঝাঁকুনি ঠিকই দিয়েছে।
বিস্তারিত পড়ুন...

বাংলাদেশ থেকে আরও পড়ুন