নুরুল হকের জ্ঞান ফিরেছে, চিকিৎসায় বোর্ড
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। পরিচালক জানান, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে। ৪৮ ঘণ্টা না গেলে তাঁর অবস্থা সম্পর্কে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। গতকাল জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ একে অপরের ওপর হামলার অভিযোগ তুলেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলপ্রয়োগে বাধ্য হয়েছে বলে জানায়। তাদের লাঠিপেটায় আহত হন নুরুল।