বিএনপির ডাকা দুই দিনের হরতালের শেষ দিনে চট্টগ্রামের সাতকানিয়ায় একসঙ্গে তিনটিসহ দেশের বিভিন্ন স্থানে সাতটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানীতে তিনটি বাসে আগুন দেওয়া হয়। গত রোববার মধ্যরাত থেকে গতকাল সোমবার সন্ধ্যার পর পর্যন্ত এসব ঘটনা ঘটে।
এ ছাড়া গতকাল বিকেলে ঢাকার মহানগর দায়রা জজ আদালত এলাকায় একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ নিয়ে গত ২৮ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত মোট ১৫১টি যানবাহনে (ট্রেন ছাড়া) আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানীতে আগুন দেওয়া হয়েছে ৯৫টি যানবাহনে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র এবং সংশ্লিষ্ট জেলার প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো তথ্যের ভিত্তিতে যানবাহনে আগুনের এই হিসাব পাওয়া গেছে।
যানবাহনে আগুন
গতকাল সন্ধ্যার পর রাজধানীর পল্টন মোড়ে যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা যাওয়ার আগেই ওই আগুন নিভিয়ে ফেলেন স্থানীয় লোকজন। এর আগে বিকেলে রাজধানীর মতিঝিলে সোনালী ব্যাংকের কর্মী পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার সময় বাসটি সেখানকার মধুমিতা সিনেমা হলের পেছনের গলিতে দাঁড়িয়ে ছিল। এ ছাড়া বেলা আড়াইটার দিকে রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি দোতলা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এই ঘটনায় রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সাজেদুল আলমকে (টুটুল) গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
গতকাল ভোরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদারবাড়ী মডেল মসজিদ এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পাশাপাশি থামিয়ে রাখা তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে দুটি গাড়ি শ্যামলী পরিবহনের ও একটি গাড়ি হানিফ পরিবহনের।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মফিজ মোড় এলাকায় রোববার দিবাগত রাত একটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে গমবোঝাই চলন্ত একটি ট্রাকে আগুন দেওয়া হয়।
ভাঙচুর, পিকেটিং, ককটেল নিক্ষেপ
গতকাল সকাল ১০টায় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পুঠিয়ারপাড়ে একটি পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত একটি অটোরিকশা ভাঙচুর করেন হরতাল-সমর্থকেরা। এদিন সকাল সাড়ে আটটার দিকে বগুড়া শহরের কানুচগাড়ি এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিংয়ের চেষ্টা করেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ সময় তাঁদের ধাওয়া দিলে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের অভিযোগ ওঠে।
গতকাল রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির নেতা-কর্মীরা। এর মধ্যে সকালে করিমগঞ্জ উপজেলায় কিশোরগঞ্জ-চামড়া সড়কে ও দুপুরে জেলা শহরের নগুয়া হাসমত উদ্দিন উচ্চবিদ্যালয়ের সামনের সড়কে টায়ার জ্বালানোর ঘটনা ঘটে।
গতকাল রাত আটটার দিকে রাজধানীর মৌচাক মার্কেটের সামনের ফুটপাতে কয়েকটি ককটেল বিস্ফোরণের কথা জানিয়েছে পুলিশ। এর আগে গতকাল বিকেল চারটার দিকে ঢাকার মহানগর দায়রা জজ আদালত এলাকায় একটি ককটেল বিস্ফোরিত হয়। ঘটনার পরপরই ওই এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নেন।
দুপুরের পর ছাড়ে দূরপাল্লার বাস
গতকাল রাজধানীতে গণপরিবহনের সংখ্যা আগের দিনের তুলনায় কিছুটা বেশি ছিল। অন্যদিকে দুপুরের পর ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছাড়তে শুরু করেছে দূরপাল্লার বাস। এর আগে গতকাল সকালের দিকে কিছু ব্যতিক্রম ছাড়া রাজধানী থেকে দূরপাল্লার বাস ছাড়েনি। মহাখালী ও গাবতলী আন্তজেলা বাস টার্মিনালসহ আশপাশের এলাকা ঘুরে এ চিত্র দেখা যায়।
গতকাল রাতে হানিফ পরিবহনের গাবতলী কাউন্টার মাস্টার আবদুল বাহার প্রথম আলোকে বলেন, দুপুরের পর থেকে সব পথে তাঁরা দূরপাল্লার বাস ছাড়তে শুরু করেছেন। তবে যাত্রী ছিল কম।