এম এ ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক পেলেন এনএসইউর ফিরোজ খান
ড. এম এ ওয়াজেদ মিয়া আন্তর্জাতিক স্বর্ণপদক–২০২২ পেয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) সহযোগী অধ্যাপক ও বিজ্ঞানী ফিরোজ খান। ড. এম এ ওয়াজেদ মিয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে গত মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে ‘বিজ্ঞানী’ শাখায় তাকে এ পদক দেওয়া হয়।
এনএসইউতে একটি গবেষণা দলের নেতৃত্ব দিয়ে অ্যারোসল গবেষণায় ফিরোজ খান জলবায়ু, বাতাসের মান, মানব স্বাস্থ্য এবং তাপ তরঙ্গের ওপর এর প্রভাব অন্বেষণ করেন।
ফিরোজ খান ২০১০ সালে জাপানের ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে বিএসসি সম্পন্ন করেছেন।
এ ছাড়াও তিনি মালয়েশিয়ার মালয় বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার জ্যেষ্ঠ প্রভাষক এবং চায়না ইউনিভার্সিটি অব মাইনিং অ্যান্ড টেকনোলজিতে ভিজিটিং প্রফেসর হিসেবে কাজ করেছেন।