ইনোভেটর্স ৭ম আসরের বিজয়ীদের পুরস্কৃত করল বাংলালিংক

বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়
ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক উদ্ভাবনী সেরা তিন পরিকল্পনাকে পুরস্কৃত করেছে বাংলালিংক। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে ‘ইনোভেটর্স ৭.০’ নামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সপ্তমবারের মতো এই পুরস্কার দেওয়া হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলালিংক জানিয়েছে, ইনোভেটর্স ৭.০-এর চ্যাম্পিয়ন দল হয় ‘অন দি এজ’। প্রথম রানারআপ ‘টিম রকেট’ ও দ্বিতীয় রানারআপ ‘ফোর অফ আ কাইন্ড’।

চ্যাম্পিয়ন দল বাংলালিংকের পৃষ্ঠপোষকতায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত বাংলালিংকের স্বত্বাধিকারী কোম্পানি ভিওনের কার্যালয় পরিদর্শনের সুযোগ পাবে।

এ ছাড়া সেরা তিন দলের সবাই বাংলালিংকের ফ্ল্যাগশিপ স্ট্র্যাটেজিক অ্যাসিস্টেন্ট প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে। পাশাপাশি সেরা পাঁচটি দল বাংলালিংকের অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রামে অংশ নিতে পারবে।

বাংলালিংক বলেছে, চলতি বছরের অক্টোবর মাসে এই প্রতিযোগিতার সপ্তম আসর শুরু হয়। এই আসরের মূল লক্ষ্য ছিল তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে উৎসাহিত করে তাঁদের সৃজনশীলতা ও উদ্ভাবনের বিকাশে সাহায্য করা। দেশের ১৫৩টি বিশ্ববিদ্যালয় থেকে ৩৫ হাজারেরও বেশি প্রতিযোগী এতে অংশগ্রহণ করেন।

ভিওনের গ্রুপ চিফ এক্সিকিউটিভ অফিসার কান তেরজিওগ্লু বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। তিনি বলেন, ‘ইনোভেটর্স’-এর সপ্তম আসরে সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারার মতো কিছু পরিকল্পনা ও সমাধান তুলে ধরা হয়েছে। এই উদ্যোগ বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রাকে আরও এগিয়ে নেবে।

বাংলালিংকের চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ বলেন, তরুণদের সুযোগ দেওয়ার জন্য বড় করপোরেট প্রতিষ্ঠানগুলোকে আরও এগিয়ে আসা উচিত। ইনোভেটর্সের এবারের আসরে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এমন সব সমাধান এসেছে, যা ভবিষ্যতে নতুন সম্ভাবনার সুযোগ তৈরি করবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ এক্সিকিউটিভ অফিসার এরিক অস, স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামি আহমেদসহ প্রমুখ।