গুগলের ৫ কোর্স বিনা মূল্যে করার সুযোগ পাবেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থীরা

গুগল ক্যারিয়ার সার্টিফিকেট কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের উপাচার্য রুবানা হক। চট্টগ্রাম, ৭ জুন
ছবি: প্রথম আলো

তথ্যপ্রযুক্তিনির্ভর সমাজে শিক্ষার্থীদের এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে গুগলের পাঁচটি অনলাইন কোর্স বিনা মূল্যে করার সুযোগ দিচ্ছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ)। বুধবার সকালে চট্টগ্রাম নগরের এম এম আলী সড়কে অবস্থিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মিলনায়তনে ‘গুগল ক্যারিয়ার সার্টিফিকেট প্রোগ্রামের’ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রুবানা হক।

অনুষ্ঠানে রুবানা হক বলেন, এসব কোর্সে তথ্য ব্যবস্থাপনা, তথ্য বিশ্লেষণ, ইউজার এক্সপেরিয়েন্স ডিজাইনসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন শিক্ষার্থীরা। সম্পূর্ণ অনলাইনে নিজের সুবিধামতো সময়ে কোর্সগুলো করা যাবে। কোর্স শেষে গুগলের পক্ষ থেকে সনদ পাবেন শিক্ষার্থীরা।

কোর্সগুলো হলো গুগল আইটি সাপোর্ট প্রফেশনাল সার্টিফিকেট, গুগল ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ই-কমার্স প্রফেশনাল সার্টিফিকেট, গুগল ডেটা অ্যানালাইটিকস প্রফেশনাল সার্টিফিকেট, গুগল প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল সার্টিফিকেট ও গুগল ইউএক্স ডিজাইন প্রফেশনাল সার্টিফিকেট কোর্স। এসব কোর্সের জন্য প্রতি মাসে ৩৯ মার্কিন ডলার (৪২০০ টাকা, প্রতি ডলার ১০৭ টাকা করে) ফি হলেও এইউডব্লিউর শিক্ষার্থীরা বিনা মূল্যেই কোর্সগুলো করতে পারবেন।

এ সময় অনলাইনে যুক্ত ছিলেন গুগলের অ্যান্ড্রয়েড নিরাপত্তা এবং গোপনীয়তা প্রকৌশল বিভাগের সহসভাপতি ডেভ ক্ল্যাইডারমাচার। তিনি বলেন, গুগলের কর্মকর্তারা তাঁদের নিজস্ব অভিজ্ঞতা এবং দক্ষতার আলোকে তিন থেকে ছয় মাস মেয়াদি এই পার্টটাইম কোর্সগুলো সাজিয়েছেন। কোর্সগুলো শিক্ষার্থীদের ভবিষ্যতে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তুলবে। তথ্যপ্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রে শিক্ষার্থীদের এগিয়ে রাখতে সহায়তা করবে এই কোর্সগুলো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অ্যাফেয়ার্সের ডিন বীণা খুরানা, গুগল সার্টিফিকেট প্রোগ্রামের প্রধান শামস ফারুকী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।