ডেঙ্গুতে দুজনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয় চট্টগ্রাম বিভাগে ও একজনের ঢাকা বিভাগে। এ নিয়ে চলতি মাসে এডিস মশাবাহিত এই রোগে তিনজনের মৃত্যু হলো।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সর্বোচ্চ ১৬ জন ভর্তি হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন হাসপাতালে। চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫৭ জন। গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৮৮ জন।
সদ্য শেষ হওয়া ২০২৪ সালে ডেঙ্গুতে সবচেয়ে বেশি, ২৩৯ রোগীর মৃত্যু হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয়। এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালগুলোয় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ১০৪ ও বরিশালে ৬৪ জনের। বছরটিতে এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৫৭৫ জনের। আর হাসপাতালে ভর্তি হয়েছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন।