সাবেক নৌমন্ত্রী শাজাহান খান ও তাঁর স্ত্রী–সন্তানের বিরুদ্ধে মামলা
সাবেক নৌমন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে ১১ কোটি ৩৬ লাখ ৫১ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাঁর স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম, ছেলে আসিবুর রহমানের বিরুদ্ধেও মামলা করা হয়। আজ রোববার তাঁদের বিরুদ্ধে এ মামলা করা হয়।
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুদকের প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়।
আক্তার হোসেন বলেন, ক্ষমতার অপব্যবহার করে শাজাহান খান আয়বহির্ভূত ১১ কোটি ৩৬ লাখ ৫১ হাজার ৫৫৫ টাকার সম্পদ অর্জন করেছেন। তাঁর নিজ নামে থাকা ৯টি ব্যাংক হিসাবে ৮৬ কোটি ৬৯ লাখ ৩২ হাজার ৭৬৯ টাকা অস্বাভাবিক লেনদেন করেছেন।
দুদক সূত্র জানায়, স্বামীর ক্ষমতা অপব্যবহার করে স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম ৪ কোটি ৪৭ লাখ১৯ হাজার ৮৪৬ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।
দুদক জানায়, শাজাহান খানের ছেলে আসিবুর রহমান ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে ৯ কোটি ৮৯ লাখ ৬ হাজার ৬৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন। এ ছাড়া শাজাহান খানের মেয়ে ঐশী খানের জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত ১ কোটি ৭১ লাখ ১৮ হাজার ৯২ টাকার সম্পদের মালিকানা হয়েছেন। তাঁর নামে ও বেনামে আরও সম্পদ থাকার সম্ভাবনা রয়েছে। তাই তাঁর সম্পদবিবরণী দাখিলের আদেশ জারি করেছে দুদক।