সরকার দেশের জনগণের টাকা লুটপাট করেছে: বরকতউল্লা বুলু

১০ দফা বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে চট্টগ্রাম মহানগর বিএনপি। এতে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ (বুলু)। শনিবার বিকেলে চট্টগ্রাম নগরের নাসিমন ভবনে
ছবি: জুয়েল শীল

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু বলেছেন, সরকার দেশের জনগণের টাকা লুটপাট করেছে। তিনি বলেন, ‘কুইক রেন্টাল বিদ্যুতের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। কিন্তু বিদ্যুতের দুর্নীতির বিরুদ্ধে বলা যাবে না। দেশ থেকে লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে সম্পদের পাহাড় গড়েছে। এখন দেশে চলছে একদলীয় শাসন।’

শনিবার দুপুরে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ির নাসিমন ভবন মাঠের দলীয় কার্যালয়ে নগর বিএনপির উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বরকতউল্লা বুলু এসব কথা বলেন। বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্য বৃদ্ধি এবং সরকারের দুর্নীতির প্রতিবাদে এবং পূর্বঘোষিত ১০ দফা দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচি পালন করে নগর বিএনপি।

বরকতউল্লা বুলু বলেন, ‘আওয়ামী লীগের একজন মন্ত্রী বলেছেন, শহীদ জিয়া নাকি স্বাধীনতা ঘোষণা করে নাই, রণাঙ্গনে যুদ্ধ করে নাই। আসলে আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে মিথ্যাচারের রাজনীতি। প্রতিনিয়ত তারা মিথ্যাচার করে।’

বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘বাজারে মাছ–মাংস ও শাকসবজির দাম বেড়েছে। চালের দাম বেড়েছে। তেলের দাম বেড়েছে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ নীরবে ধুঁকছে। কিন্তু “পেটে ভাত না জুটলে স্বাধীনতা দিয়ে কী করুম”—এমন বক্তব্য  প্রকাশ করায় প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথম আলোর সম্পাদকের বিরুদ্ধেও মামলা হয়েছে। এ ঘটনা নিন্দনীয়।’

নগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন বলেন, দেশের মানুষ মৌলিক অধিকার হারিয়েছে। গণতান্ত্রিক অধিকার হারিয়েছে। এ জন্য বিএনপি ১০ দফা কর্মসূচি দিয়েছে।

রাষ্ট্র মেরামতের জন্য ২৭ দফা প্রস্তাব দিয়েছে। কয়েক দিন আগে ভোররাতে প্রথম আলোর একজন সাংবাদিককে উঠিয়ে নেওয়া হয়েছে এবং মামলা দেওয়া হয়েছে।

প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়েছে। এর আগে র‍্যাব হেফাজতে একজন নারীর মৃত্যু হয়েছে। এই সরকার নাগরিক অধিকার কেড়ে নিয়েছে।

চট্টগ্রাম নগর বিএনপির সদস‌্য কামরুল ইসলামের পরিচালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব‌্য দেন নগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া, আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম, নাজিমুর রহমান, কাজী বেলাল উদ্দিন, ইয়াছিন চৌধুরী, মো. শাহ আলম, ইসকান্দর মির্জা প্রমুখ।