আদম তমিজী হক জামিনে মুক্ত

আদম তমিজী হকছবি: ফেসবুক থেকে সংগৃহীত

সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার ব্যবসায়ী আদম তমিজী হক জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার তিনি মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী।

এর আগে এই মামলায় গত ২০ মার্চ নিম্ন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন তমিজী হক। এই আবেদনের শুনানি নিয়ে ২ এপ্রিল হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল দিয়ে তমিজী হককে অন্তবর্তী জামিন দেন।

আদালতে তমিজী হকের পক্ষে শুনানি করেন আইনজীবী সাকির উদ্দিন আহমেদ। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুল ইসলাম।

সাকির উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় হাইকোর্ট তমিজী হককে ছয় মাসের অন্তবর্তী জামিন দিয়েছেন। জামিন পাওয়ার পর তমিজী হক আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

আইনজীবীর তথ্য অনুসারে, ফেসবুকে জাতির পিতা ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে গত বছরের ১৫ নভেম্বর রাজধানীর দক্ষিণখান থানায় আদম তমিজী হকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলাটি করেন একজন ওয়ার্ড কাউন্সিলর। একই বছরের ১১ ডিসেম্বর আদম তমিজী হককে আটক করে ডিবি পুলিশ। পরদিনই তাঁকে মানসিক স্বাস্থ্য পরীক্ষার জন্য রিহ্যাবে পাঠানো হয়। এর পর থেকে তিনি সেখানেই ছিলেন। সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় আদম তমিজী হককে ৪ জানুয়ারি কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেওয়া হয়।

আরও পড়ুন

আদম তমিজী হক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। গত সেপ্টেম্বরে ফেসবুক লাইভে নিজের পাসপোর্ট পুড়িয়ে এবং আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি ব্যাপক আলোচনায় আসেন। এরপর তাঁকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।