চট্টগ্রাম থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাগামী এয়ার অ্যারাবিয়ার একটি উড়োজাহাজে গতকাল শনিবার সন্ধ্যায় মা–আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ পরিস্থিতিতে উড়োজাহাজের পাইলট যাত্রী নিয়ে নিরাপদে চট্টগ্রামে ফিরে আসেন। যান্ত্রিক ত্রুটি সারিয়ে প্রায় ২২ ঘণ্টা পর আজ রোববার সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে আবারও শারজার উদ্দেশে উড়াল দিয়েছে উড়োজাহাজটি।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, উড়োজাহাজে ১৪৯ যাত্রী ছিলেন। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় উড়াল দেওয়ার ঘণ্টাখানেক পর এতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তখন গতিপথ পাল্টে রাত সাড়ে নয়টায় উড়োজাহাজটি চট্টগ্রামে নিয়ে আসেন বৈমানিক। রাতে যাত্রীদের নগরের বিভিন্ন হোটেলে রাখা হয়। এর মধ্যে উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটি সারানো হয়।
জানতে চাইলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ প্রথম আলোকে বলেন, যান্ত্রিক ত্রুটি সারিয়ে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে উড়োজাহাজটি শারজার উদ্দেশে রওনা হয়। এ সময় উড়োজাহাজটিতে যাত্রী ছিল ১০২ জন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, উড়োজাহাজের বাকি যাত্রীদের কয়েকজনকে অন্য ফ্লাইটে নেওয়া হয়েছে। কেউ কেউ যাত্রা বাতিল করেছেন। উড়োজাহাজটিতে বেশির ভাগ যাত্রী ছিলেন আমিরাতপ্রবাসী।