গ্রেপ্তার-নির্যাতনের প্রতিবাদে নারীপক্ষের অবস্থান কর্মসূচি
‘হয়রানিমূলক গ্রেপ্তার–নির্যাতন বন্ধ কর’, ‘গুম, খুন, হত্যা, আর না, আর না’, ‘সংবিধানের ৩৯ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের বাক্স্বাধীনতা ও ভাব প্রকাশের অধিকার রয়েছে’—এমন সব স্লোগান লেখা প্ল্যাকার্ড নিয়ে বেসরকারি সংস্থা নারীপক্ষ আজ রোববার রাজধানীর সাতমসজিদ রোডে অবস্থান কর্মসূচি পালন করেছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ে প্রতিবাদের ভাষা হিসেবে প্ল্যাকার্ডের লেখা তুলে ধরা হয় কর্মসূচিতে। কেউ কোনো বক্তব্য দেননি।
অবস্থান কর্মসূচি নিয়ে নারীপক্ষের এক বিবৃতিতে বলা হয়, দেশের বর্তমান পরিস্থিতিতে ‘সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার সমুন্নত রাখার’ দাবিতে এই কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচিতে নারীপক্ষের প্রায় ৩০ জন সদস্য ও কর্মী উপস্থিত ছিলেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেন নারীপক্ষের সভানেত্রী গীতা দাস, প্রতিষ্ঠাতা সভানেত্রী শিরীন হক, সাবেক সভানেত্রী মাহীন সুলতান, সদস্য কামরুন্নাহার, আন্দোলন সম্পাদক সাফিয়া আজীমসহ অনেকে।