সব ধরনের নৌযান চলাচল শুরুর ঘোষণা

প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর দেশে সব ধরনের নৌযান চলাচল শুরুর ঘোষণা দেওয়া হয়েছেফাইল ছবি

প্রায় ২৪ ঘণ্টা বন্ধ থাকার পর দেশে সব ধরনের নৌযান চলাচল শুরুর ঘোষণা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘোষণা দেওয়া হয়েছে।


ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে গতকাল সোমবার সকালে নৌযান চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়।

আবহাওয়া পরিস্থিতি উন্নত হওয়ায় নৌ মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা নদীবন্দরসহ সারা দেশে যাত্রীবাহী নৌযান চলাচল শুরুর ঘোষণা দেন ঢাকা নদীবন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম পরিচালক মো. শহীদুল্লাহ।

আমাদের প্রতিনিধি সকাল ১০টার দিকে বলেছেন, সদরঘাটে অনেক যাত্রীবাহী লঞ্চ ছাড়ার অপেক্ষায় আছে।

বৃষ্টি ঝরিয়ে শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় সিত্রাং। তবে দেশজুড়ে কেড়ে নিয়েছে ১১ জনের প্রাণ। এর মধ্যে সাতজনের মৃত্যু হয়েছে গাছের চাপায় এবং দুজনের মৃত্যু হয়েছে নৌকাডুবিতে। একজনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে এবং একজনের মৃত্যু হয়েছে ঘরচাপায়। ঝড়ের সার্বিক ক্ষয়ক্ষতির চিত্র এখনো পাওয়া যায়নি।

আরও পড়ুন