মেজর মান্নানসহ সাতজনের জামিন বাতিল ও সাবেক ডিআইজি মিজানের সাজা বৃদ্ধি প্রশ্নে রুল

হাইকোর্ট ভবনফাইল ছবি

অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য ও বিকল্পধারা বাংলাদেশের সাবেক মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানসহ সাতজনকে বিচারিক আদালতের দেওয়া জামিন কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

আবদুল মান্নানসহ সাতজনের জামিন বাতিল চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। এ দিকে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার আইনের মামলায় বরখাস্ত পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানসহ চারজনকে বিচারিক আদালতের দেওয়া সাজা কেন বাড়ানো হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্টের একই বেঞ্চ। তাঁদের সাজা বৃদ্ধি চেয়ে দুদকের করা অপর এক আবেদনের শুনানি নিয়ে এ রুল দেওয়া হয়।  

আদালতে দুদকের করা পৃথক আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন।

অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার আইনে করা মামলায় গত বছরের ২১ জুন এক রায়ে বিচারিক আদালত সাবেক ডিআইজি মিজানুর রহমানসহ চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন বলে জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। তিনি প্রথম আলোকে বলেন, ‘সাজার বিরুদ্ধে চারজনের মধ্যে তিনজন দুটি আপিল করেন। এর মধ্যে মিজানের করা আপিল গত ২৮ ফেব্রুয়ারি খারিজ হয়। ফলে তার ছয় বছরের কারাদণ্ড বহাল থাকে। তবে এই মামলায় চারজনের যে সাজা হয়েছে, তা অপ্রতুল। যে কারণে চারজনের সাজা বৃদ্ধি চেয়ে আবেদন করা হলে আদালত ওই রুল দেন। অর্থ আত্মসাতের অভিযোগে করা মামলায় গত ৭ মার্চ মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত আবদুল মান্নানসহ সাতজনকে জামিন দেন। এই জামিন বাতিল চেয়ে একটি আবেদন করা হয়। হাইকোর্ট শুনানি নিয়ে কেন তাদের জামিন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন।’