বইমেলার পরিবেশ নিয়ে অসন্তুষ্টি

গণস্বাস্থ্য কেন্দ্রের গল্প মোশতাক আহমদ ইউপিএল

অমর একুশের পরের দিনগুলোয় বইমেলায় বিক্রি সাধারণত বেশ ভালো থাকে। এবার ঠিক তেমন হয়নি। শনিবার ছুটির দিনের সন্ধ্যাটা ভেস্তে গেছে বৃষ্টিতে। গতকাল সোমবার প্রকাশকেরা বললেন, বিক্রি কিছুটা বেড়েছে। তবে বরাবরের মতো নয়। আর মেলার পরিবেশ নিয়েও অসন্তুষ্টি প্রকাশ করেছেন তাঁরা।

অ্যাডর্ন পাবলিকেশনের প্রকাশক সৈয়দ জাকির হোসাইন বললেন, এবার মেলায় দুই দিন বৃষ্টির বিড়ম্বনা ছিল। এর চেয়ে বড় বিড়ম্বনায় পড়তে হয়েছে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও স্টল নিয়ে। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান এবার সারা মেলায় এমন করে তাদের স্পনসরদের বিজ্ঞাপনের বোর্ড টাঙিয়েছে যে এগুলো দৃষ্টির প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। বিভিন্ন স্থানে বড় বড় স্টল করেছে। বইমেলা, না বাণিজ্য মেলা, বোঝাই যাচ্ছে না।

যাঁরা নিয়মিত বইয়ের ক্রেতা, তাঁরাও এবার মেলায় আসেননি বলে ভাষ্য কয়েকজন প্রকাশকের।

বৃষ্টির কবলে পড়ে লোকজন ভিজে গেলেন। তাঁদের দাঁড়ানোর জন্য কোনো ছাউনি নেই। এত বড় মেলায় মানুষ হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে পড়েন। নেই বসার কোনো ব্যবস্থা। অথচ আগের মেলাগুলোয় এসব ব্যবস্থা ছিল। এবার খুবই যেনতেনভাবে মেলার আয়োজন করা হয়েছে। এটা প্রত্যাশা ছিল না।

লাতিনের নাটাই মহুয়া রউফ প্রথমা প্রকাশন

একই রকম প্রতিক্রিয়া জানালেন ইত্যাদি প্রকাশনীর প্রকাশক জহিরুল আবেদীন জুয়েল, অবসর প্রকাশনীর ব্যবস্থাপক মাসুদ রানা, শিকড় প্রকাশনীর ব্যবস্থাপক ফারহানা রহমান। তা ছাড়া যাঁরা নিয়মিত বইয়ের ক্রেতা, তাঁরাও এবার মেলায় আসেননি বলে ভাষ্য এই প্রকাশকদের।

গতকাল তথ্যকেন্দ্রে নতুন বই এসেছে ৯৮টি। ইউপিএল এনেছে জনস্বাস্থ্যবিশেষজ্ঞ মোশতাক আহমদের স্বাস্থ্যবিষয়ক বই গণস্বাস্থ্য কেন্দ্রের গল্প: পাবলিক হেলথের প্রথম পাঠ, প্রথমা থেকে এসেছে মহুয়া রউফের দক্ষিণ আমেরিকা ভ্রমণের গল্প: লাতিনের নাটাই, কথাপ্রকাশ এনেছে সাদিয়া মাহ্জাবীন ইমামের সুন্দরবনের মানুষ ও প্রকৃতিবিষয়ক গ্রন্থ বনের মানুষ মানুষের বন, রেজানুর রহমানে উপন্যাস নায়ক প্রতিনায়ক, অ্যাডর্ন এনেছে ফারুক মাহমুদের উপন্যাস খুন হলেন কালিদাস, ইত্যাদি এনেছে স্বপন ধরের সম্পাদনায় নব্বইয়ের পথে যতীন সরকার, জাগতিক এনেছে মযহারুল ইসলামের প্রবন্ধ শ্রেণি, সংস্কৃতি ও জাতীয়তা, অবসর এনেছে সালমান হক অনূদিত সাতোশি ইয়াগিসাওয়ার উপন্যাস অতঃপর মরিসাকি বইঘর। গত মেলায় এসেছিল এই জাপানি ঔপন্যাসিকের জনপ্রিয় উপন্যাস মরিসাকি বইঘরের দিনগুলি, পালক পাবলিশার্স এনেছে শাহরিয়ার আখন্দের উপন্যাস সেজান ও একটি রাঙা আলোর হাতছানির গল্প

বনের মানুষ মানুষের বন সাদিয়া মাহ্‌জাবীন ইমাম কথা প্রকাশ

বাঙালি সৈনিকদের স্বাধীনতার প্রস্তুতি

পাকিস্তানের স্বাধীনতার পরপরই বৈষম্য আর বঞ্চনার কারণে সাধারণভাবে বাঙালি সৈনিকেরা ক্ষুব্ধ থাকলেও এর প্রকাশ পায় ধীরলয়ে। বিভিন্ন ঘটনার মাধ্যমে এ সময় তাঁদের মধ্যে জাতীয়তাবাদের বীজ বপন হয় এবং সময়ের বিবর্তনে ধীরে ধীরে তা মহিরুহের আকার নেয়।

বাঙালি সৈনিকদের স্বাধীনতার প্রস্তুতি মুহাম্মদ লুৎফুল হক প্রথমা প্রকাশন

অবশেষে ১৯৭১ সালের মার্চ মাসে তাঁরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। মুহাম্মদ লুৎফুল হকের বাঙালি সৈনিকদের স্বাধীনতার প্রস্তুতি বইটিতে ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাঙালি সৈনিকদের জাতীয়তাবাদের উত্থান তুলে ধরা হয়েছে।