শেষ হচ্ছে কালার্স শিল্পীদের প্রদর্শনী ‘প্রকৃতির ছন্দ’

‘প্রকৃতির ছন্দ’ শীর্ষক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে কালার্সের শিল্পীরা। ধানমন্ডির গ্যালারি চিত্রকেছবি: সংগৃহীত

রংতুলিতে দেশের নয়নাভিরাম নিসর্গের শোভা তুলে এনেছেন শিল্পীরা। নারী চারুশিল্পীদের সংগঠন ‘কালার্স আর্টিস্ট’–এর শিল্পীদের বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম নিয়ে এ প্রদর্শনী শেষ হচ্ছে আজ শুক্রবার। ধানমন্ডির ৪ নম্বর সড়কের গ্যালারি চিত্রকে ‘প্রকৃতির ছন্দ’ নামে এ প্রদর্শনী শেষ দিনে খোলা থাকবে রাত আটটা পর্যন্ত। প্রদর্শনী শুরু হয়েছিল ১ জুন।

প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রখ্যাত শিল্পী মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন ইউসুফ। সভাপতি ছিলেন শিল্প সমালোচক অধ্যাপক সৈয়দ আজিজুল হক।

কালার্স আর্টিস্টদের এটি একাদশতম দলীয় প্রদর্শনী। এতে অতিথি শিল্পী হিসেবে ছিলেন রোকেয়া সুলতানা, মিনি করিম, সোহানা শাহরিন ও রুবিনা নার্গিস। এ ছাড়া কালার্সের শিল্পীদের মধ্যে অংশ নিয়েছেন ফারহানা আফরোজ, ফারজানা ইসলাম, শায়লা আক্তার, রেহানা ইয়াসমিন, রিফাত জাহান, রেবেকা সুলতানা ও শারমিন সিরাজী।
প্রদর্শনীতে অ্যাক্রিলিক, মিশ্র মাধ্যম, জলরংসহ বিভিন্ন মাধ্যমের মোট ৬৫টি শিল্পকর্ম উপস্থাপিত হয়েছে দর্শকদের জন্য।