চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনা, প্রাণ গেল দুই যুবকের
চট্টগ্রাম নগরের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে এক্সপ্রেসওয়ের ইপিজেড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই যুবকের নাম মোকতার (২৮) ও রুবেল (৩৬)। তাঁরা নগরের সদরঘাট থানার মাদারবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাঁরা পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকা থেকে মোটরসাইকেলে করে এক্সপ্রেসওয়ে ধরে শহরে যাচ্ছিলেন।
চট্টগ্রাম ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আখতারুজ্জামান প্রথম আলোকে বলেন, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে। এতে তাঁরা দুজন ছিটকে পড়েন। ঘটনাস্থলেই তাঁদের মৃতু হয়। তাদের মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।