চট্টগ্রাম চেম্বারে ‘পরিবারতন্ত্র’ ভেঙে নতুন নেতৃত্বের দাবি

চট্টগ্রাম চেম্বার অব কমার্সে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন। আজ সকালে আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনেছবি: প্রথম আলো

চট্টগ্রাম চেম্বারে ‘পরিবারতন্ত্র’ ভেঙে নতুন নেতৃত্ব আনার দাবি জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ী সমাজের একাংশ ও চেম্বারের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তাঁরা চেম্বারে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানান। চট্টগ্রামে চেম্বারে গত পাঁচটি নির্বাচনে ভোট অনুষ্ঠিত হয়নি।

আজ রোববার সকালে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে নিচতলায় আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় এসব কথা বলেন তাঁরা। এর আগে চট্টগ্রাম চেম্বারের ভোটবিহীন অবৈধ কমিটির পদত্যাগের দাবিতে মানববন্ধন করা হয়।

এতে বক্তব্য দেন বিজিএমইএর সহসভাপতি রকিবুল আলম চৌধুরী, চেম্বারের পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকেল ইমপোর্টার্স অ্যান্ড ডিলারস অ্যাসোসিয়েশনের (বারভিডা) সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, চেম্বারের সাবেক সিনিয়র সহসভাপতি এস এম নুরুল হক, আবদুল মান্নান রানা, মাহবুব রানা প্রমুখ।

বক্তারা বলেন, চট্টগ্রাম চেম্বার কোনো পারিবারিক প্রতিষ্ঠান নয়। কিন্তু বিগত কমিটিগুলো এটিকে পারিবারিক সংগঠন বানিয়ে ফেলেছে। ব্যবসায়ী সংগঠনে ব্যবসায়ীদের সুযোগ না দিয়ে ছেলে-মেয়ে-জামাতাদের সুযোগ দেওয়া হয়েছে। আসল ব্যবসায়ীরা সুযোগ পাননি।

বারভিডার সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন, ‘ঐতিহ্যবাহী চিটাগাং চেম্বার অব কমার্সকে ১৭ বছর ধরে স্বৈরশাসনের আজ্ঞাবহ করে রাখা হয়েছে। স্বৈরশাসন ও পরিবারতন্ত্র দিয়ে সাধারণ ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আমরা চাই, ব্যবসাবান্ধব চিটাগাং চেম্বারের ভূমিকা নিশ্চিত করতে নতুন কমিটি গঠনের করা হোক।’

বিজিএমইএর সহসভাপতি রকিবুল আলম চৌধুরী বলেন, ‘চেম্বারকে সংস্কার করতে হবে। বর্তমান পরিচালনা পর্ষদকে পদত্যাগ করতে হবে। পরিবারতন্ত্রের কবলে পড়ে চিটাগাং চেম্বার ব্যবসায়ীদের কথা বলতে পারেনি।’

চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা বলেন, পরিবারতন্ত্রের কারণে তাঁদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে। বিএনপি-জামায়াত ট্যাগ দিয়ে অনেককে বিনা কারণে চেম্বার থেকে চাকরিচ্যুত করা হয়েছে। অবিলম্বে তাঁদের চাকরি ফিরিয়ে দিতে হবে।

চট্টগ্রাম চেম্বারে সর্বশেষ নির্বাচন হয়েছে গত বছরের আগস্টের শুরুতে। তবে তাতে ভোট হয়নি। প্রথমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালকেরা নির্বাচিত হয়েছেন, এরপর তাঁরা সভাপতি নির্বাচিত করেছেন। এটি নিয়ে টানা পাঁচবার ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন ব্যবসায়ীরা। এ কারণে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছিল।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (সিসিসিআই) বর্তমান সভাপতি ওমর হাজ্জাজ। তিনি চট্টগ্রাম-১১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফের তৃতীয় সন্তান। ওমর হাজ্জাজ ২০১৭-১৯ সাল মেয়াদে প্রথমে বিনা ভোটে পরিচালক হন। এরপর ২০১৯-২১ মেয়াদে একইভাবে জ্যেষ্ঠ সহসভাপতি হন। একবার বিরতি দিয়ে এবারের কমিটিতে তিনি সভাপতি হয়েছেন।