মাছে ক্ষতিকর দ্রব্যের ব্যবহার বন্ধ করতে হবে: শ ম রেজাউল

মৎস্য মেলা পরিদর্শন করেন শ ম রেজাউল করিম ও কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাকছবি: সংগৃহীত

মাছের রপ্তানি বাড়াতে ও ভোক্তাদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে মাছে ক্ষতিকর দ্রব্যের ব্যবহার বন্ধ করতে বলেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি আরও বলেন, সরকার নিরাপদ মাছ উৎপাদন ও সরবরাহে কাজ করছে।
আজ রোববার দুপুরে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২’ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত কেন্দ্রীয় মৎস্য মেলা পরিদর্শন শেষে প্রাণিসম্পদমন্ত্রী এ কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রসংলগ্ন মাঠে এ মেলার আয়োজন করা হয়।

শ ম রেজাউল করিম বলেন, বাংলাদেশে অতীতে মাছের মান নিয়ন্ত্রণে কোনো আন্তর্জাতিক মানসম্পন্ন পরীক্ষাগার ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আন্তর্জাতিক মানের পরীক্ষাগার স্থাপন করেছেন। এ কারণে এখন রপ্তানিযোগ্য মাছ ও মাছের খাবার পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব হচ্ছে।

মন্ত্রী বলেন, সরকারের পদক্ষেপের কারণে বাজারে এখন ফরমালিনের প্রয়োগ নেই। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাসহ সরকারের অন্যান্য পর্যায়ের কর্মকর্তারা বিষয়টির দেখভাল করছেন। এ ছাড়া অনিরাপদ বা ক্ষতিকর কোনো মাছ বাজারে কিংবা অন্য কোথাও বিক্রি হবে না। যে মাছ ক্ষতিকর, তা উৎপাদনও যাতে কেউ করতে না পারে, সে বিষয়ে সরকার কাজ করছে।

মৎস্য খাতকে সমৃদ্ধ করতে যেখানে যেভাবে বিনিয়োগ দরকার, সেখানে সেভাবে প্রধানমন্ত্রী বিনিয়োগ করছেন উল্লেখ করে শ ম রেজাউল বলেন, এ খাতকে আরও সম্প্রসারিত করতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। যাঁরা এগিয়ে আসবেন, রাষ্ট্র তাঁদের সব ধরনের সহায়তা দেবে।

এর আগে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাককে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় মৎস্য মেলায় বিভিন্ন স্টল পরিদর্শন করেন শ ম রেজাউল করিম।

আজ সকালে গণভবন থেকে ভার্চ্যুয়ালি জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ ও কেন্দ্রীয় মৎস্য মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী তিন দিন এ মেলা চলবে।