বাজেটে সংস্কৃতি খাতকে চরমভাবে অবহেলা করা হয়েছে: উদীচী

উদীচী শিল্পীগোষ্ঠী

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে সংস্কৃতি খাতকে চরমভাবে অবহেলা করা হয়েছে বলে মনে করছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই অর্থবছরে সাংস্কৃতিক খাতে বরাদ্দ নিয়ে এ প্রতিক্রিয়া জানান সংগঠনটির সভাপতি অধ্যাপক বদিউর রহমান ও সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকার নিজেদের সংস্কৃতিবান্ধব হিসেবে দাবি করলেও তাদের কর্মকাণ্ড, বিশেষ করে সংস্কৃতি খাতে তাদের বরাদ্দ দেখলে তার উল্টো চিত্র দেখা যায়। দেড় দশক ধরে কখনোই সংস্কৃতি খাতে বরাদ্দ শূন্য দশমিক শূন্য ৯ শতাংশ থেকে শূন্য দশমিক ১৬ শতাংশের ওপরে ওঠেনি। এতে মনে হয়, সরকারের কাছে যেন সংস্কৃতি মন্ত্রণালয়ের কোনো গুরুত্বই নেই।

বিবৃতিতে আরও বলা হয়, গত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারের বাজেটও দেশের সংস্কৃতিকর্মীদের হতাশ করেছে।