২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

হাইকোর্টে ৫৪টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি

হাইকোর্ট ভবনফাইল ছবি

হাইকোর্টের ৫৪টি বেঞ্চ পুনর্গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এসব বেঞ্চে আগামী রোববার থেকে বিচারকাজ শুরু হবে। বৃহস্পতিবার এক আদেশে প্রধান বিচারপতি এসব বেঞ্চ গঠন করেন।

অবকাশকালীন ছুটি শেষে আগামী রোববার (২০ অক্টোবর) সুপ্রিম কোর্ট খুলছে। আর ওই দিন সকাল সাড়ে ১০টা থেকেই হাইকোর্টের ৫৪টি বেঞ্চে পুরোদমে বিচারকাজ শুরু হবে বলে উল্লেখ করা হয়েছে প্রধান বিচারপতি নির্দেশিত ২০২৪ সালের ২৯৪ নম্বর বেঞ্চ গঠন বিধিতে।  

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতিসহ বিচারপতি রয়েছেন ৬ জন। আগামী সোমবার (২১ অক্টোবর) থেকে আপিল বিভাগে দুটি বেঞ্চে বিচারিক কার্যক্রম চলবে।

আর হাইকোর্ট বিভাগে রয়েছেন ১০১ জন বিচারপতি। হাইকোর্টের বিচারপতিদের থেকে ৮৩ জন বিচারপতিকে দিয়ে ২৯টি দ্বৈত (দুই বিচারপতির) বেঞ্চ ও ২৫টি একক (এক বিচারপতির) হাইকোর্ট বেঞ্চ গঠন করা হয়েছে।

আরও পড়ুন

গত বুধবার হাইকোর্ট ঘেরাও ও বিক্ষোভের মুখে হাইকোর্ট বিভাগের ১২ জন বিচারপতিকে আপাতত বেঞ্চ না দেওয়া, অর্থাৎ বিচারকাজ থেকে বিরত রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। তবে তারা বিচারপতিদের নাম প্রকাশ করেনি। বিক্ষোভকারীদের অভিযোগ, দলবাজ ও দুর্নীতিবাজ বিচারপতিরা আওয়ামী লীগের ইচ্ছা ও নির্দেশনাকে আইনে পরিণত করেছিলেন।

আরও পড়ুন