চুয়েটে আয়োজিত হতে যাচ্ছে জাতীয় পর্যায়ের রোবোটিকস ও বিজ্ঞান উৎসব

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২৮ থেকে ২৯ জুলাই, ২০২৩ রোবো মেকাট্রনিকস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (আরএমএ) আয়োজন করতে যাচ্ছে জাতীয় পর্যায়ের রোবোটিকস ও বিজ্ঞান উৎসব। রোবো মেকাট্রনিকস অ্যাসোসিয়েশন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাংলাদেশের অন্যতম বড় এবং প্রবীণ রোবোটিকস সংগঠন। আর এ উৎসব হতে যাচ্ছে এযাবৎকালের মধ্যে চট্টগ্রামে আয়োজিত সবচেয়ে বড় রোবোটিকস ও বিজ্ঞান উৎসব।

এ উৎসবে থাকছে বিভিন্ন পর্যায়ের আটটি প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য থাকছে রোবো-সকার ও মেজ সলভার প্রতিযোগিতা। এ ছাড়া স্কুল-কলেজ পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য থাকছে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রোজেক্ট শো-কেসিং, পদার্থ-রসায়ন-গণিত বিষয়ের ওপর বিজ্ঞানভিত্তিক অলিম্পিয়াড, বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনি রচনা প্রতিযোগিতা এবং ডিজিটাল পোস্টার প্রেজেন্টেশন। এ ছাড়া থাকছে সমসাময়িক বিজ্ঞান ও রোবোটিকস জগতের অগ্রগতির ওপর বিভিন্ন সেমিনার।

‘এক্সপেডিশাস ২০২৩’ শীর্ষক এ আয়োজনের উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন সদ্য অবসরে যাওয়া চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের কিংবদন্তি অধ্যাপক ড. মো. তাজুল ইসলাম। এ ছাড়া সাংগঠনিক উপদেষ্টা হিসেবে আছেন চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক এবং অর্থ উপদেষ্টা হিসেবে আছেন চুয়েটের তড়িৎকৌশল বিভাগের অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন।

‘এক্সপেডিশাস ২০২৩’ আয়োজন সম্পর্কে অধ্যাপক ড. কাজী দেলোয়ার হোসেন জানান, ‘বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তথ্যপ্রযুক্তিগতভাবে এগিয়ে যেতে রোবোটিকস ও বিজ্ঞানচর্চার কোনো বিকল্প নেই। মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে এখনো বৃহৎ পরিসরে এর চর্চা দেখা যায় না। আমি আশাবাদী, RMA কর্তৃক আয়োজিত এই জাতীয় রোবোটিকস ও বিজ্ঞান প্রতিযোগিতার মাধ্যমে স্কুল-কলেজ পর্যায়ে রোবোটিকস ও বিজ্ঞান বিষয়ে আরও আগ্রহ তৈরি হবে। স্মার্ট বাংলাদেশ তৈরিতে তরুণেরা ভূমিকা রাখবে।’

অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক বলেন, ‘রোবোটিকস ও বিজ্ঞান নিয়ে জাতীয় পর্যায়ের এই আয়োজন শিক্ষার্থীদের আরও সচেতন ও আগ্রহীরূপে গড়ে তুলতে সাহায্য করবে। আমরা রেজিস্ট্রেশনে বিপুল পরিমাণ সাড়া পেয়েছি। আমরা ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আশাবাদী। বর্ষীয়ান সংগঠন RMA সফলতার সঙ্গে এই আয়োজন পরিচালনার মাধ্যমে বিজ্ঞান ও রোবোটিকস জনপ্রিয়করণ এবং দেশ গঠনে ভূমিকা রাখবে, এই প্রত্যয় ব্যক্ত করি।’

ওই আয়োজনে সারা দেশের প্রায় ২৮টি বিশ্ববিদ্যালয় ও ৬৫টি স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেওয়ার মাধ্যমে তাঁদের মেধার প্রদর্শন করতে যাচ্ছেন। রোবো মেকাট্রনিকস অ্যাসোসিয়েশন আশাবাদ ব্যক্ত করে, এই উৎসবের মাধ্যমে চট্টগ্রামসহ সারা দেশের বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীদের মধ্যে রোবোটিকস ও বিজ্ঞানচর্চার এক নতুন দিগন্তের সূচনা হবে। শিক্ষার্থীদের রোবোটিকস ও বিজ্ঞানচর্চায় আরও উদ্বুদ্ধ করতে এই আয়োজনে বিজয়ীদের জন্য থাকছে নগদ অর্থ পুরস্কারসহ আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার। এ ছাড়া অংশগ্রহণকারী সবার জন্যই থাকছে অনুপ্রেরণামূলক পুরস্কারের ব্যবস্থা।

এ আয়োজনে প্রথম আলো অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে রয়েছে।