জামিন চাইলেন মির্জা ফখরুল, আমীর খসরু, এমরান ও জহির

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ২৯ অক্টোবর কারাগারে নেওয়া হয়
ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপনের জামিন আবেদন করা হয়েছে।

আজ ঢাকার মহানগর দায়রা জজ আদালতে তাঁদের আইনজীবীরা এই আবেদন করেন। আদালত মির্জা ফখরুলের আবেদন বিষয়ে ১৯ নভেম্বর এবং অন্যদের  আবেদন শুনানির জন্য ২৯ নভেম্বর তারিখ ধার্য করেছেন।

আরও পড়ুন

প্রথম আলোকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।

বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জহির উদ্দিন স্বপনকে গত বৃহস্পতিবার দিবাগত রাতে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাঁদের দুজনকে ছয় দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। একই দিন তাঁদের জামিন আবেদন নাকচ করা হয়।

২৮ অক্টোবরের সংঘর্ষে পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী ও জহির উদ্দিনের ছয় দিনের রিমান্ড মঞ্জুরের পর আদালত থেকে কারাগারে নেওয়া হচ্ছে। গত শুক্রবারের ছবি।
ফাইল ছবি

এ ছাড়া গত ২৯ অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হয়। সেদিনই তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে একবার তাঁর জামিন আবেদন নাকচ হয়েছিল। ৪ নভেম্বর গ্রেপ্তার হন দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। পরদিন তাঁকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সেদিন তাঁর জামিনের আবেদন করা হলেও তা নাকচ হয়েছিল।

আরও পড়ুন

২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির সমাবেশের দিন পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় দলটির মহাসচিব মির্জা ফখরুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, দলের ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমরসহ বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মী গ্রেপ্তার হয়েছেন।

আরও পড়ুন