চট্টগ্রাম থেকে লাইটার জাহাজের ভাড়া বাড়ল

সাগরে বড় জাহাজ থেকে পণ্য ছোট বা লাইটার জাহাজে স্থানান্তর করে তা অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার করে সারা দেশে নেওয়া হয়ফাইল ছবি

চট্টগ্রাম বন্দর থেকে নৌপথে সারা দেশের বিভিন্ন গন্তব্যে লাইটার জাহাজে পণ্য পরিবহনে ভাড়া বাড়ানো হয়েছে। আজ বৃহস্পতিবার লাইটার জাহাজ পরিচালনাকারীদের সংগঠন ওয়াটার ট্রান্সপোর্ট সেলের (ডব্লিউটিসি) নির্বাহী পরিষদ জরুরি বৈঠকে বসে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত দেয়।

সিদ্ধান্ত অনুযায়ী, চট্টগ্রাম থেকে ঢাকা-বরিশাল ও চাঁদপুর গন্তব্যে ২২ শতাংশ ভাড়া বাড়বে। দেশের অন্যান্য গন্তব্যে ১৫ শতাংশ করে বাড়বে। তবে চট্টগ্রামের স্থানীয় ঘাটগুলোতে পণ্য পরিবহনের ভাড়া এক মাস পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হয় বৈঠকে। জ্বালানি তেলের দাম বাড়ানোর দিন অর্থাৎ ৬ আগস্ট থেকে এই ভাড়া কার্যকর হয়েছে বলে জানানো হয়।

ওয়াটার ট্রান্সপোর্ট সেল ৩৪টি রুটে জাহাজ পরিচালনা করে। ভাড়া বাড়ানোর ঘোষণার পর আজ সন্ধ্যা পর্যন্ত কোন গন্তব্যে ভাড়া কত বেড়েছে, তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেনি সংগঠনটি।

তবে ২২ শতাংশ হারে ভাড়া বাড়ানোর হিসাব করে দেখা যায়, চট্টগ্রাম থেকে ঢাকা, নারায়ণগঞ্জ অঞ্চলে নৌপথে পণ্য পরিবহনে টনপ্রতি ভাড়া বেড়েছে ১০৫ টাকা। এই গন্তব্যে আগে টনপ্রতি ভাড়া ছিল ৪৭৮ টাকা। এখন বেড়ে ৫৮৩ টাকায় উন্নীত হয়েছে। এই পথেই সিংহভাগ পণ্য পরিবহন হয়।

ভাড়া বাড়ানোর বিষয়টি জানিয়ে ওয়াটার ট্রান্সপোর্ট সেলের আহ্বায়ক নুরুল হক প্রথম আলোকে বলেন, ‘জ্বালানি খরচের হিসাব করে ভাড়া সমন্বয় করা হয়েছে। ৬ আগস্ট থেকে এই ভাড়া কার্যকর হয়েছে।’

চট্টগ্রাম বন্দর থেকে সবচেয়ে বেশি পণ্য পরিবহন হয় নৌপথে। এই তালিকায় আছে সিমেন্ট ও সিরামিকসশিল্পের কাঁচামাল, সার এবং ভোগ্যপণ্য। সাগরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে স্থানান্তর করে তা অভ্যন্তরীণ নৌপথ ব্যবহার করে সারা দেশে নেওয়া হয়।