নেতা নির্বাচনে ‘ডিএনএ’ পরীক্ষা করাতে বললেন বিএনপি নেতা মীর নাছির
বিএনপির ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেছেন, দলের নেতা নির্বাচনে ডিএনএ পরীক্ষা করতে হবে। লাল গেঞ্জি গায়ে দিয়ে, মাথায় টুপি পরে নেতা হওয়া যায় না। নেতা হতে হলে অনেক কষ্ট করতে হবে। আওয়ামী লীগের প্রেতাত্মাদের কোনোভাবেই ভেতরে আসতে দেওয়া যাবে না।
আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনের সড়কে বৈষম্যবিরোধী আন্দোলনে গণহত্যার বিচারের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নগর বিএনপি এই সমাবেশের আয়োজন করে।
মীর নাছির বলেন, ‘আওয়ামী লীগের আয়নাঘরে এখনো কতজন বন্দী আছেন সেটা কেউ জানেন না। অন্তর্বর্তীকালীন সরকার আপনারা এসেছেন, আমরা সবাই আপনাদের সমর্থন দিচ্ছি। জনগণের রায় বাস্তবায়নের জন্য একটা নিরপেক্ষ নির্বাচন করা দরকার। আপনারা আপনাদের ক্ষমতায় থাকাকালীন অবস্থায় একটা অধ্যাদেশ আনবেন যে আগামী নির্বাচনও কেয়ারটেকার সরকারের অধীন হবে।’
দীর্ঘ ছয় বছর পর মঞ্চে উঠে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন বলে জানান বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তিনি বলেন, দেশ আবার স্বাধীন হলো। এ স্বাধীনতা ভোগ করতে হলে সর্বশক্তি নিয়োগ করতে হবে। ৫০ বছর পর এ তরুণ-তরুণীরা ইতিহাস লিখবে। কে বেইমান ছিল আর কে দেশপ্রেমিক ছিল সেটা অবশ্যই লিখে যাবে।
নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর সভাপতিত্বে ও সদস্যসচিব নাজিমুর রহমানের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান, সহসাংগঠনিক সম্পাদক মীর হেলাল, শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ, এস এম সাইফুল আলম, কাজী বেলাল, ইয়াছিন চৌধুরী, নগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম, সদস্যসচিব শরিফুল ইসলাম প্রমুখ।
এর আগে বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ের সামনে কোতোয়ালি, বাকলিয়া থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন নগর বিএনপির সাবেক সদস্যসচিব আবুল হাশেম। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে।
এদিকে মইজ্জারটেক এলাকায় আয়োজিত সমাবেশে বক্তব্য দেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক। তিনি বলেন, যারা বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি, লুটতরাজ, দখলদারি করছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে। বিএনপিতে কোনো সুযোগসন্ধানীর জায়গা হবে না।
কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্যসচিব মো. ওসমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন, আবদুল গফুর, আবদুল কাদের প্রমুখ।