নাশকতার মামলায় কারাগারে থাকায় সাতক্ষীরার পৌর মেয়র সাময়িক বরখাস্ত
নাশকতার মামলায় কারাগারে থাকায় সাতক্ষীরা পৌরসভার মেয়র ও পৌর বিএনপির সদস্যসচিব তাজকিন আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুর রহমান স্বাক্ষরিত চিঠিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।
একই চিঠিতে প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশে আজ মঙ্গলবার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন ফিরোজ হাসান।
চিঠিতে বলা হয়, সাতক্ষীরা পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে রাষ্ট্রের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অপপ্রচারসহ অন্তর্ঘাতমূলক নানা কার্যকলাপ ও নাশকতামূলক কাজে জড়িত থাকার অভিযোগে ২৪ ডিসেম্বর তাজকিন আহমেদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মামলা হয়। ওই মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সেই থেকে তিনি কারাগারে আছেন। এ কারণে মেয়রের পদ থেকে তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। একই সঙ্গে তিনি মেয়রের দায়িত্ব পালনে অসমর্থ হওয়ায় এবং পুনরায় দায়িত্ব পালনে সমর্থ না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯-এর ৪০-২ ধারা অনুযায়ী প্যানেল মেয়র-১ কাজী ফিরোজ হাসানকে মেয়রের দায়িত্বসহ আর্থিক ক্ষমতা দেওয়া হলো।
সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী নিজামউদ্দিন মেয়র তাজকিন আহমেদের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্যানেল মেয়র-১ ফিরোজ হাসান মন্ত্রণালয়ের নির্দেশে আজ দায়িত্ব নিয়েছেন।
জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী বলেন, ২০২২ সালের ২৪ ডিসেম্বর সকালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ নেতা-কর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবির প্রতি সংহতি জানিয়ে সাতক্ষীরায় বিক্ষোভ করে জামায়াতে ইসলামী। ওই সময় নাশকতা সৃষ্টির অভিযোগে ১৬ নেতা-কর্মীকে আটক করে পুলিশ। এ ঘটনায় সদর থানার উপপরিদর্শক দেলোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় পৌর বিএনপির সদস্যসচিব মেয়র তাজকিন আহমেদকেও আসামি করা হয়।
সৈয়দ ইফতেখার আলী আরও বলেন, মামলায় উচ্চ আদালতে জামিনের আবেদন করলে নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন আদালত। সেই অনুযায়ী ২৪ জানুয়ারি সাতক্ষীরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।