মামা গ্রুপের প্রধানসহ কিশোর গ্যাংয়ের সাত সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় ৭ কিশোর গ্যাং সদস্যকে গ্রেপ্তার করেছেন র‍্যাব। গতকাল চট্টগ্রাম নগরের নাসিরাবাদ শিল্প এলাকায়ছবি সংগৃহীত

চট্টগ্রাম নগরের নাসিরাবাদ শিল্প এলাকায় ছিনতাই, মারামারি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত ‘মামা গ্রুপ’ নামের এক কিশোর গ্যাং। বিভিন্ন সময় সড়কে সাধারণ কিশোরদের মারধর এবং মাদক সেবনও করত তারা। সম্প্রতি ঈদকে কেন্দ্র করে ডাকাতির পরিকল্পনা করছিল গ্যাংটি। এই পরিকল্পনা নিয়ে দেশীয় অস্ত্রসহ তারা নাসিরাবাদ শিল্প এলাকায় একত্রিত হয়। খবর পেয়ে এই গ্যাংয়ের ৭ সদস্যকে গ্রেপ্তার করে র‍্যাব-৭ এর একটি দল। গতকাল বুধবার রাত ৯টার দিকে নাসিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি স্টিলের চাপাতি, একটি ফোল্ডিং টিপ ছুরি এবং দুটি স্টিলের ক্ষুর উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ৭ কিশোর গ্যাং সদস্য হলেন গ্রুপের প্রধান মো. সিফাত হোসেন (২৬), মো. কামরুল ইসলাম (৩৪), মো. মনির হোসেন (৩৭), মো. সোহেল (২৫), মো. মনির হোসেন (২৪), মো. কাওসার (২৩), মো. লালু প্রকাশ সোহেল (২০)। তাঁরা চট্টগ্রাম কুমিল্লা ও নেত্রকোনা জেলার বাসিন্দা।

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা মামা গ্রুপের সদস্য হওয়ার বিষয়টি স্বীকার করেন। এ ছাড়া তাঁরা আরও জানান, আসন্ন ঈদকে কেন্দ্র করে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির উদ্দেশ্যে নাসিরাবাদ শিল্প এলাকায় একত্রিত হয়েছিল। তাঁরা নাসিরাবাদ এলাকায় চাঁদাবাজি, অস্ত্র প্রদর্শন, মারামারিসহ বিভিন্ন অপরাধে জড়িত।

র‍্যাব-৭–এর সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নুরুল আবছার বলেন, তাঁরা সড়কে চলাচলকারীদের অস্ত্র প্রদর্শন করে মূল্যবান জিনিসপত্র, স্বর্ণালংকার, মুঠোফোন, নগদ টাকা ছিনতাই করেন। ঈদ সামনে রেখে তাঁরা ডাকাতির পরিকল্পনা করছিলেন। অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়।