বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় আহত অটোরিকশাচালকের অবস্থা সংকটাপন্ন

চট্টগ্রামের বোয়ালখালীর শাকপুরার রায়খালী সেতু এলাকায় গতকাল বৃহস্পতিবার বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়
ছবি: প্রথম আলো

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সিএনজিচালিত অটোরিকশার চালক মো. আকতার হোসেনের (২৪) অবস্থা সংকটাপন্ন। আজ শুক্রবার সকালে চিকিৎসকের বরাত দিয়ে তাঁর মেজ ভাই প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

আকতার এখন চট্টগ্রাম নগরের প্রবর্তক মোড় এলাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

গতকাল বৃহস্পতিবার উপজেলার শাকপুরার রায়খালী সেতু এলাকায় বেপরোয়া গতির একটি বাসের সঙ্গে আকতারের চালানো অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার পাঁচ যাত্রীর সবাই নিহত হন। গুরুতর আহত হন আকতার।

নিহত ব্যক্তিরা হলেন আনজুমা আক্তার (৪০), মো. করিম (৫৪), মো. সেলিম (৪৫), বাবুল দে (৬০) ও আবু ফয়েজ (২৫)।
দুর্ঘটনার পর আকতারকে উদ্ধার করে প্রথম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁকে পাশের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

আকতারের বাড়ি চট্টগ্রামের পটিয়ায় উপজেলার কুসুমপুরা গ্রামে। বাবার নাম নুরুল হাকিম। তিন ভাইয়ের মধ্যে আকতার সবার ছোট। তাঁর বড় দুই ভাইও গাড়িচালক।

আজ সকালে আকতারের মেজ ভাই মো. সেলিম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর ভাইয়ের অবস্থার কোনো পরিবর্তন হয়নি। তিনি সংকটাপন্ন অবস্থায় আছেন। পরিবারের যে আর্থিক অবস্থা, তাতে আকতারের চিকিৎসার খরচ সামাল দিতে তাঁদের হিমশিম খেতে হচ্ছে।

আরও পড়ুন

গতকাল সন্ধ্যায় আকতারের বড় ভাই মো. মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, চিকিৎসক জানিয়েছেন, তাঁর ভাইয়ের মাথা ও বুকে গুরুতর আঘাত লেগেছে। বাঁ পা থেঁতলে গেছে।

বোয়ালখালী থানার পুলিশ জানায়, এ ঘটনায় মামলা হয়েছে। বাসচালক জাকির হোসেনকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।