তারেক রহমানের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়েছবি: প্রথম আলো

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। এ সময় দূতাবাসের আরও কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যান কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। বিএনপির মিডিয়া সেল গণমাধ্যমকে সাক্ষাতের বিষয়ে জানিয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন দলের পক্ষে উপস্থিত ছিলেন।