আদালতের বেঞ্চ সহকারী মানু কান্তি শর্মা প্রথম আলোকে বলেন, অভিযোগ গঠন শেষে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত। ৯১ আসামির মধ্যে রয়েছেন সাতকানিয়া–লোহাগাড়ার সাবেক সংসদ সদস্য ও নগর জামায়াতের নায়েবে আমির শাহাজাহান চৌধুরী, নগর জামায়াতের সাবেক সেক্রেটারি মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উল্লাহ, কোতোয়ালি জামায়াতের ভারপ্রাপ্ত আমির কুতুব উদ্দিন, নগর (উত্তর) ছাত্রশিবিরের সভাপতি আ স ম মাসরুর হোসাইন, সেক্রেটারি মো. সোহেল প্রমুখ।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১৭ সেপ্টেম্বর নগরের কোতোয়ালি থানার জুবিলি রোডের লাভ লেন থেকে এনায়েত বাজার মসজিদ এলাকায় যানবাহন চলাচলে বাধা দেন আসামিরা। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটান তাঁরা। একপর্যায়ে পুলিশের একটি পিকআপে আগুন লাগিয়ে দিয়ে হামলা করলে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।
এ ঘটনায় কোতোয়ালি থানার তৎকালীন উপপরিদর্শক সঞ্জয় কুমার সিনহা বাদী হয়ে মামলা করেন। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় কয়েকজনকে। তদন্ত শেষে পুলিশ ৯১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।