ভোটের দিন মোটরসাইকেল ব্যবহারের অনুমতি পাচ্ছেন সাংবাদিকেরা

মোটরসাইকেল
ফাইল ছবি: প্রথম আলো

ভোটের দিন সংবাদ সংগ্রহের কাজে সংবাদকর্মীদের মোটরসাইকেল ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে কিছু শর্ত সাপেক্ষে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দিয়ে এ–সংক্রান্ত নীতিমালা সংশোধন করা হয়েছে।

নানামুখী সমালোচনার মুখে ইসি সাংবাদিকদের জন্য করা নীতিমালায় এই সংশোধনী এনেছে। আগামীকাল মঙ্গলবার এ–সংক্রান্ত সংশোধিত নীতিমালা জারি করা হতে পারে। এতে আগামী জাতীয় নির্বাচনে খবর সংগ্রহে মোটরসাইকেল ব্যবহারের সুযোগ পাবেন সংবাদকর্মীরা।

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, ভোটের দিন সংবাদ সংগ্রহের কাজে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া হবে। বিষয়টি নীতিমালায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

নির্বাচনের সংবাদ সংগ্রহে দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের জন্য গত ১২ এপ্রিল একটি নীতিমালা জারি করে ইসি। সেখানে বলা হয়, সাংবাদিকদের যাতায়াতের জন্য যৌক্তিক সংখ্যক গাড়ির স্টিকার দেওয়া হবে। তবে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া যাবে না। এর আগে সাংবাদিকেরা ভোটের দিন মোটরসাইকেল ব্যবহার করতে পারতেন।

ইসি এই নীতিমালা করার পর ব্যাপক সমালোচনা তৈরি হয়। সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের পাশাপাশি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), সুশাসনের জন্য নাগরিকসহ (সুজন) বিভিন্ন সংগঠন ইসির এই সিদ্ধান্তের সমালোচনা করে। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতে একাধিক বিদেশি কূটনীতিকও এ বিষয়ে জানতে চেয়েছিলেন। পরে নীতিমালাটি সংশোধনের উদ্যোগ নেয় ইসি।

ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম প্রথম আলোকে বলেন, কিছু সাধারণ শর্তসাপেক্ষে সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতি দেওয়া হবে। যেমন ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেলের বৈধ নথিপত্র থাকা এবং ইসির অনুমোদিত স্টিকার নেওয়া। নির্বাচন কমিশন এ–সংক্রান্ত নীতিমালায় অনুমোদন দিয়েছে। মঙ্গলবার এ নীতিমালা জারি করা হতে পারে।